Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

খাটে বসে অস্ত্র দিয়ে শিক্ষক দম্পতিকে কোপ আততায়ীর 

সুখেন্দু পাল, জিয়াগঞ্জ, বিএনএ: খাবারের সঙ্গে মাদক জাতীয় কোনও কিছু মিশিয়ে বেহুঁশ করার পরেই খাটে বসে আততায়ী চপার দিয়ে কুপিয়ে জিয়াগঞ্জের দম্পতিকে খুন করে। দু’জনকে ঠান্ডা মাথায় কোপানোর পর তাঁদের ছেলেকে শ্বাসরোধ করে মারা হয়। ‘অপরেশন’ শেষ করার পর আততায়ী রুমের মধ্যেই জামা এবং প্যান্ট থেকে রক্তের দাগ ধুয়ে নেয়। পরে বাড়ি থেকে বেরিয়ে সে পোশাক পুকুরের জলে ফেলে দিয়েছিল। তদন্তে নেমে পুলিস এমনটাই জানতে পেরেছে। তবে ঘর থেকে উদ্ধার হওয়া মৃত বিউটি পালের ডায়েরি, একটি ফোন নম্বর এবং তাঁর স্বামী বন্ধুপ্রকাশ পালের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট রহস্য আরও বাড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘর থেকে চিঠি উদ্ধার হয়েছে। তারমধ্যে একটিতে লেখা ছিল ‘আমাকে পছন্দ না হলে ডিভোর্স দিয়ে দাও।’ এছাড়া নিজের সম্পর্কে আরও বেশ কিছু কথা তিনি লিখে যান। এছাড়া অন্য একটি কাগজ থেকে একজনের নাম ও ফোন নম্বর পাওয়া যায়। অন্যদিকে প্রকাশবাবুও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু হতাশাজনক পোস্ট করেন। তিনি যে সমস্যার মধ্যে ছিলেন তা ওই পোস্ট দেখেই পুলিস নিশ্চিত হয়েছে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার তিনজনকে আটক করে জেরা করা হয়েছে। পুলিস দু’টি দিক খতিয়ে দেখছে। প্রথমত, সম্পত্তি নিয়ে কোনও বিবাদ চলছিল কিনা। দ্বিতীয়ত, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক তিক্ত করার পিছনে কোনও যুবকের হাত রয়েছে কিনা।
অন্যদিকে বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ট্যুইট করে মৃত শিক্ষককে তাঁদের কার্যকর্তা বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, মুর্শিদাবাদের আরএসএস কার্যকর্তা প্রকাশ পাল, তাঁর গর্ভবতী স্ত্রী এবং ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেখানে সাধারণ লোকের জীবন সুরক্ষিত নয়, সেই রাজ্যের আইনশৃঙ্খলা কীভাবে ভালো বলা যাবে। দিদি আপনার রাজ্যে এ কী হচ্ছে। এদিন মৃতদের বাড়ি যান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
যদিও পুলিস বা পরিবারের লোকজনদের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মৃতার দিদি বন্ধুপ্রিয়া সরকার বলেন, আমরা চাই প্রকৃত দোষীদের সাজা হোক। ঘটনার মোড় যেন অন্যদিকে না ঘুরিয়ে দেওয়া হয়। অতিরিক্ত পুলিস সুপার তন্ময় সরকার বলেন, রাজনীতির সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। পুলিস সুপার মুকেশ কুমার বলেন, তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
এদিকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে, শিক্ষক সংগঠন আন্দোলনে নামে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পুলিস তদন্তে নেমে একাধিক তথ্য পেয়েছে। তারা জানতে পেরেছে, প্রকাশবাবুর মতো বিউটিদেবীও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। তবে তাঁর নিজের নামে অ্যাকাউন্ট ছিল না। ছেলের নামে অ্যাকাউন্ট খুলে বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখতেন। এক আধিকারিক বলেন, দম্পতির মধ্যে সম্পর্কে বেশ কিছুদিন ধরেই চিড় ধরেছিল। তবে বাইরে থেকে কেউ তা বুঝতে পারত না। প্রকাশবাবুদের বাড়ির পাশেই ভাড়া থাকেন রানা দাস। তিনি বলেন, ওঁদের মধ্যে কোনও দিন অশান্তি হতে দেখেনি। ওঁরা খুব চুপচাপ থাকতেন। বাইরের কারও সঙ্গে মিশতেন না। এমনকী ছেলেকেও কারও সঙ্গে মিশতে দিতেন না। রাতের দিকে বাড়িতে কম আলো জ্বালিয়ে রাখতেন। কেউ এলেও বোঝা যেত না।
পুলিস জানতে পেরেছে, হত্যার পিছনে পরিবারের ঘনিষ্ঠ কেউ রয়েছে। তিনি জিয়াগঞ্জের বাইরের বাসিন্দা হতে পারেন। আততায়ীর বাড়িতে যাতায়াত ছিল। সেকারণে সে খুব সহজেই মাদক মেশানো খাবার ওই দম্পতিকে খাওয়াতে পারে। তারপরেই হত্যালীলা চালায়। সবাই বেহুঁশ হয়ে থাকায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলেও কেউ চিৎকার করতে পারেনি। খুন করার পর প্রমাণ লোপাট করতে জামার রক্ত ধুয়ে ফেলেছিল। সে পোশাক একটি পুকুরে ফেলে দেয় বলে পুলিস এক মহিলার কাছে থেকে জানতে পেরেছে। আততায়ীকে পালানোর সময় কয়েকজন দেখেছে। তাদের বয়ান অনুযায়ী পুলিস স্কেচ আঁকারও চেষ্টা করছে। এছাড়া ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনার তদন্ত শুরু করেছে। প্রয়োজনে জেলা পুলিস সিআইডিরও সাহায্য নেওয়ার পরিকল্পনা করেছে। এক আধিকারিক বলেন, প্রকাশবাবু শিক্ষকতার পাশাপাশি একটি বেসরকারি সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। বেশ কয়েকজনের সঙ্গে তাঁর টাকার লেনদেন ছিল। এরকম বেশ কয়েকজনের সঙ্গে তদন্তকারীরা কথা বলেছে। তবে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। বাড়ি থেকে পুলিস একজনের মোবাইল নম্বর এবং নাম পেয়েছে। তার সঙ্গে আধিকারিকরা কথা বলার চেষ্টা করছে। এছাড়া সম্পত্তি নিয়ে বিবাদের বিষয়টিও দেখা হচ্ছে। 
11th  October, 2019
নাম না করে অভিজিৎকে নিশানা,আপনি বিচারালয়ের কলঙ্ক, তোপ মমতার

বৃহস্পতিবার মহিষাদলের সভা থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর প্যানেল বাতিল করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করায় এদিন চড়া সুরে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।
বিশদ

মলয়কে মাথায় রেখে নির্বাচনী কমিটি গঠন

‘পশ্চিম বর্ধমানে নির্বাচন জমেনি।’ জেলা সভাপতি ও দলের মুখপাত্রকে ডেকে এই বার্তা দেওয়ার মধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিলেন, দলে দ্বন্দ্বের কাঁটা উপড়ে ফেলতে হবে। বুঝতেও সম্ভবত অসুবিধা হয়নি তৃণমূলের জেলা নেতৃত্বের।
বিশদ

ঘাটালে পুড়ল কয়েক বিঘা জমির ধান, চাষিদের ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ

কর্মীদের ভুলে পুড়ে গিয়েছিল বেশ কয়েকজন চাষির জমির ধান। সেই ধানের ক্ষতিপূরণ দিল ভারত সরকারের প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী এক সংস্থা। বৃহস্পতিবার ঘাটাল ব্লকের জামিরা গ্রামের চাষিদের ওই ক্ষতিপূরণ দেওয়া হয়। দেওয়ানচক-২ গ্রামপঞ্চায়েত প্রধান প্রশান্ত বাইরি বলেন, বুধবার প্রায় ৫০ হাজার টাকার ধান পুড়ে গিয়েছিল। সংস্থা ৪০ হাজার টাকার ক্ষতিপূরণ দিয়েছে। চাষিরা সেটাই মেনে নিয়েছেন।
বিশদ

ফ্রান্সের রামন-চার্পাক ফেলোশিপ পেলেন বিশ্বভারতীর ছাত্রী সুকন্যা

আন্তর্জাতিক স্তরে ফের উজ্জ্বল হল বিশ্বভারতীর নাম। ফ্রান্সের আন্তর্জাতিক রামন-চার্পাক ফেলোশিপ পেলেন বিশ্বভারতীর পড়ুয়া সুকন্যা দাস। অঙ্কের নাম শুনলে অনেকেরই গায়ে জ্বর আসে।
বিশদ

নজরে বহরমপুর লোকসভা কেন্দ্র, জনপ্রিয়তার শীর্ষস্থানে পাঠান, নির্মল শিক্ষায়, অধীর মামলায়
 

দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র বহরমপুর। গোটা রাজ্য শুরু নয়, গোটা দেশের নজর এই কেন্দ্রের দিকে। কারণ, বিদায়ী লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর নির্বাচনী কেন্দ্র এটি।
বিশদ

মনোনয়ন ঘিরেও কোন্দল বিজেপিতে, দেবাশিসেরই পাল্টা দেবতনু

বীরভূম লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা করলেন আরও এক বিজেপি প্রার্থী। রাঢ় বঙ্গের বিজেপির কনভেনার দেবতনু ভট্টাচার্য বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা করেন।
বিশদ

পুরুলিয়া লোকসভা: ৭ বিধানসভা কেন্দ্রেই জয়ের ব্যবধান বাড়বে

পুরুলিয়া লোকসভা আসনে জয়ের বিষয়ে প্রত্যয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবার এই কেন্দ্রে হার হলেও এবার সাতটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান বাড়বে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার অভিষেক দলের নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক করেন।
বিশদ

বিধায়ক ও কনভেনরের বাগযুদ্ধ খানাকুলে বিজেপির গোষ্ঠীকোন্দল

খানাকুলে বিজেপির গোষ্ঠীকোন্দল ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ভোটের মুখে বিজেপি বিধায়ক ও কনভেনরের বাগযুদ্ধ সামনে এসেছে।
বিশদ

মনোনয়নে নেই রাজ্যস্তরের নেতারা ক্ষোভে ‘একলা চলো’ নীতি অসীমের

বুধবার বর্ধমানে জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেদিন তাঁর পাশে দাঁড়াতে হাজির ছিলেন দলের রাজ্যস্তরের আদি নেতারা।
বিশদ

সব বিধানসভা কেন্দ্রে লিড পেতে তৃণমূলের মডেল শান্তিপুর

গত লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে শান্তিপুরে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে হার হয়েছিল তৃণমূলের। কিন্তু পরবর্তী বিধানসভা উপনির্বাচনে সেই অঙ্কই প্রায় দ্বিগুণ করে ঘরে ভোট ফিরিয়েছিল তৃণমূল।
বিশদ

কেশিয়ারির বহিষ্কৃত নেতা ফটিককে ফেরাচ্ছে তৃণমূল

কেশিয়াড়িতে আরএসএসের সংগঠন বাড়ায় উদ্বেগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দাঁতনে সভা ছিল তৃণমূলের। সেখানেই তাঁকে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায়। বিশদ

পার্টির সর্বক্ষণের কর্মী দিলীপের স্থাবর সম্পত্তি ১ কোটি ৪২ লক্ষ টাকা

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী পার্টির সর্বক্ষণের কর্মী। তার আগে তিনি আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে সংগঠনের
বিশদ

একজন কিছু কাজই করেনি, অন্যজন সেজেগুজে ঘুরবেন

২০১৬ সাল থেকে খড়্গপুর বিধানসভার বিধায়ক, ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জিতে সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ। দীর্ঘদিন তিনি মেদিনীপুরে থেকে সংগঠনের জমি শক্ত করলেও তাঁকে সরিয়ে দিয়েছে বিজেপি।
বিশদ

বদলে যাওয়া ‘সুন্দরী’ দীঘাকে ভোট প্রচারে তুলে ধরছে ঘাসফুল শিবির

বদলে যাওয়া দীঘাই এবার লোকসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর গত ১৩ বছরে দীঘা সবদিক দিয়ে বদলে গিয়েছে।
বিশদ

Pages: 12345

একনজরে
রক্তক্ষরণ আটকাতে পারবে কি সিপিএম? আটকানো যাবে কি বামের ভোট রামে যাওয়া? —মূলত এই দু’টি প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। ব্রিগেড ভরাতে পারলেও ভোটবাক্স ভরাতে পারবেন কি না, তা নিয়েই এখন চিন্তিত সিপিএমের বঙ্গ রাজনীতির কুশীলবরা। ...

মতুয়া ঠাকুরবাড়ির মন্দিরের তালাভাঙা এবং মারধর সংক্রান্ত মামলায় শান্তনু ঠাকুর ও তাঁর পরিবারকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। উচ্চ আদালতে নির্দেশ, তাঁদের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিস। ...

কথা ছিল বাড়ি ফিরে পাকা বাড়ি দেওয়ার। সেই স্বপ্ন নিয়ে আর ফেরা হল না। কফিনবন্দি হয়ে ফিরছে পরিযায়ী কিশোর শ্রমিক। কর্মরত অবস্থায় বহুতল ...

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আগেই মুখ খুলেছিলেন রোহিত শর্মা ও রিকি পন্টিং। এবার একই সুর শোনা গেল দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেলের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যা ও কর্মে উন্নতির যুগ অর্থকরি দিকটি কমবেশি শুভ। মানসিক চঞ্চলতা ও অস্থিরতা থাকবে। স্বাস্থ্যের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮৪- উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক ওস্তাদ আয়েত আলী খাঁর জন্ম
১৮৯৭- বাঙালি চলচ্চিত্র পরিচালক নীতীন বসুর জন্ম
১৯২০- ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের মৃত্যু
১৯২৪- সাহিত্যিক নারায়ণ সান্যালের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫০ টাকা ৮৪.৯৩ টাকা
পাউন্ড ১০১.৪৭ টাকা ১০৫.৯২ টাকা
ইউরো ৮৭.১৪ টাকা ৯১.১৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া ৬/১৩ দিবা ৭/৪৭। অনুরাধা নক্ষত্র ৫৮/৪০ রাত্রি ৩/৪০। সূর্যোদয় ৫/১১/৩০, সূর্যাস্ত ৫/৫৭/২৪। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ৭/৪৪ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৮ গতে ৮/৫৭ মধ্যে পুনঃ ২/৫৭ গতে ৩/৪১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪১ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া দিবা ৬/২৮। অনুরাধা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/১২, সূর্যাস্ত ৫/৫৯। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/১৫ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১১ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৭ গতে ১০/১১ মধ্যে। 
১৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: কেকেআরকে ৮ উইকেটে হারাল পাঞ্জাব

11:31:28 PM

আইপিএল: ২৩ বলে হাফসেঞ্চুরি শশাঙ্ক সিংয়ের, পাঞ্জাব ২৪৬/২ (১৭.৪ ওভার) টার্গেট ২৬২

11:26:31 PM

আইপিএল: ৪৫ বলে সেঞ্চুরি জনি বেয়ারস্টোর, পাঞ্জাব ২১০/২ (১৬.১ ওভার) টার্গেট ২৬২

11:13:32 PM

আইপিএল: ২৬ রানে আউট রাইলি রুশো, পাঞ্জাব ১৭৯/২ (১৩ ওভার) টার্গেট ২৬২

10:56:50 PM

আইপিএল: ২৪ বলে হাফসেঞ্চুরি জনি বেয়ারস্টোর, পাঞ্জাব ১২০/১ (৯.১ ওভার) টার্গেট ২৬২

10:36:30 PM

আইপিএল: ৫৪ রানে আউট প্রভসিমরন, পাঞ্জাব ১০৭/১ (৭.৫ ওভার) টার্গেট ২৬২

10:29:44 PM