কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
স্থানীয় হাসিমউদ্দিনের অভিযোগ, প্রায় এক কোটি টাকা ব্যয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন তৈরি হচ্ছিল। প্রথম দিন থেকেই ঠিকাদার সংস্থা নিম্নমানের বালি, ইট, রড দিয়ে পিলার সহ ঘরের কাজ করছে। একাধিকবার ঠিকাদার সংস্থা সহ কর্মীদের সতর্ক করলেও কাজ হয়নি। উল্টে পুলিসের ভয় দেখিয়ে তারা দিনের পর দিন কাজ করে চলেছে। শনিবার সকালে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসা রোগী ও পরিজনরা দেখেন, নাগর নদীর বালি ও নিম্নমানের ইট দিয়ে ভবনের কাজ হচ্ছে। শ্রমিকদের বাধা দিলেও তারা কাজ থামায়নি। খবর জানাজানি হতেই পাশের গ্ৰাম সহ রসাখোয়ার বাসিন্দারা গিয়ে কাজে বন্ধ করে দেন। রসাখোয়া গ্ৰাম পঞ্চায়েতের খন্তা গ্ৰামের বাসিন্দা মহম্মদ হোসেন বলেন, প্রায় ৩০ হাজার মানুষের ভরসা রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। দীর্ঘদিন বেহাল থাকার পরে অবশেষে কাজ শুরু হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার হলে অল্পদিনেই ভবন নষ্ট হবে। প্রশাসনের কাছে দাবি, নিয়ম মেনে কাজ চালু করা হোক।
ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে চায়নি। করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী বলেন, খোঁজ নিয়ে দেখা হবে।