কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, সদরঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কংগ্রেস ঘাটেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। দু’একটা করে বিসর্জন হচ্ছে। ৩ তারিখের মধ্যে প্রতিমা নিরঞ্জনের জন্য উদ্যোক্তাদের বলা হয়েছে।
সদরঘাটে পুরসভা স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করেছে। হাইড্রলিক ট্রলির মাধ্যমে সেখানে বিসর্জন চলছে। দুর্গাপুজোয় পাশের কংগ্রেস ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা ছিল। দ্বাদশীর বিকেলে একটি পরিবার প্রতিমা নিরঞ্জনের জন্য এসেছিল। সেইসময় তিনজন তলিয়ে যান। একজনকে উদ্ধার করা গেলেও দু’জনের মৃত্যু হয়। ওই ঘটনায় কংগ্রেস ঘাটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শহরের বাসিন্দারা। তাই এবার সেখানে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে।