কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
বুধবার দুপুরে পশ্চিম ধানমন্ডির বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রী ও আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোনেক আমুকে গ্রেপ্তার করে পুলিস। তাঁর বিরুদ্ধে খুন সহ ১৫টি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে আমুকে আদলতে হাজির করে তাঁর ১০ দিনের হেফাজত চায় পুলিস। এই আর্জির বিরোধিতা করেন আমুর আইনজীবী স্বপন রায়চৌধরী। সওয়াল জবাবের শেষে লিগ নেতার ছ’দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক। এই নির্দেশের বক্তব্যকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে প্রতিবাদ করেন আইনজীবী স্বপন। অভিযোগ, তার পরই রে রে করে ওঠেন আদালত কক্ষে উপস্থিত বিএমপি ও জামাতপন্থী আইনজীবীরা। কোর্ট রুমের মধ্যেই মাটিতে ফেলে স্বপনবাবুকে মারধর করা হয়। কয়েকজন আইনজীবী কোনও রকমে তাঁকে তুলে আদালত থেকে বের করে দেন। আক্রান্ত আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আদালতে শুনানি চলাকালেই আমাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। অথচ আদালত কোনও ব্যবস্থা নেননি। এখানে কোনও ন্যায়বিচার নেই। আমি এর বিচার চাই।’