কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
মার্কিন নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ‘রানিং মেট’ ছিলেন জেডি ভান্স। এক সময় কট্টর এই ‘ট্রাম্প সমালোচক’ নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। বুধবার তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তখন থেকেই সকলের নজরে রয়েছেন ঊষা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি বসতে চলেছেন আমেরিকার সেকেন্ড লেডির পদে। তাঁর বেড়ে ওঠা সান দিয়েগোতে। জেডির সঙ্গে ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে আলাপ হয় ঊষার। ২০১৪ সালে খাঁটি ভারতীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। রিপাবলিকানদের ভালো ফলের পর স্ত্রীকে উদ্দেশ করে জেডি লিখেছেন, ‘এটি সম্ভব করার জন্য আমার সুন্দরী স্ত্রীকে ধন্যবাদ।’ তেলুগু সংস্কৃতির ঊষার এই সাফল্যে উচ্ছ্বসিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমেরিকার সেকেন্ড লেডি হচ্ছেন ঊষা। গোটা বিশ্বের তেলুগু মানুষের কাছেই বিষয়টি উচ্ছ্বাসের ও গর্বের।’