নয়াদিল্লি: চাষের জমিতে নাড়া পোড়ানো বন্ধ করতে জরিমানার পরিমাণ বাড়ানোর উপরই ভরসা করছে কেন্দ্রীয় সরকার। সেজন্য জরিমানা বাড়িয়ে এক ধাক্কায় দ্বিগুণ করা হয়েছে। নতুন নিয়মে নাড়া পোড়ালে দু’একরের কম জমির মালিককে ৫ হাজার টাকা, ২ থেকে ৫ একরের জমির মালিককে ১০ হাজার টাকা এবং ৫ একরের বেশি জমির মালিককে ৩০ হাজার টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে। সম্প্রতি দিল্লিতে দূষণ নিয়ে সুপ্রিম কোর্টের কঠোর সমালোচনার মুখে পড়ে দিল্লি ও কেন্দ্রীয় সরকার। দিল্লির দূষণের অন্যতম কারণ প্রতিবেশী পাঞ্জাব এবং হরিয়ানায় নাড়া পোড়ানো। তা বন্ধ করতে দুই রাজ্যের সরকারের ব্যর্থতা নিয়ে সরব হয় শীর্ষ আদালত। পরিস্থিতি বদলাতে জরিমানার গ্রহণযোগ্যতা নিয়েও আদালত প্রশ্ন তোলে। ক্ষুব্ধ আদালত জানায়, ‘দূষণ নিয়ন্ত্রণে জরিমানার ব্যবস্থা নখদন্তহীন।’ জরিমানা ধার্য করা, তা সংগ্রহ করা এবং অনাদায়ে শাস্তির মতো বিষয় তদারকির পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে আদালত জানায়। কিন্তু এরপরেও জরিমানার অঙ্ক বাড়িয়েই পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
দূষণ নিয়ন্ত্রণে ২০২১ সালে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট আইন পাশ করে কেন্দ্র। এবার সেই আইনকে সংশোধন করে জরিমানার অঙ্ক বাড়ানো হল। নতুন ব্যবস্থা অনুযায়ী, বায়ুদূষণ সংক্রান্ত অভিযোগ বিচার করবে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।