কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
একই কলোনিতেই থাকত ওই যুবক। অভিযোগ, শুক্রবার ওই শিশুকন্যাকে চকোলেটের লোভ দেখিয়ে একটি ফাঁকা মাঠের দিকে নিয়ে যায় সে। যুবক পরিচিত হওয়ায় সহজেই রাজি হয়ে গিয়েছিল ওই খুদে। এরপর সেখানেই তাকে ধর্ষণ করে। পাছে বাড়ি এসে ওই মেয়েটি সব বলে ফেলে, তাই প্রমাণ লোপাট করতে তাকে খুন করে মাঠেই পুঁতে দেয় অভিযুক্ত। এদিকে মেয়ে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ পুলিসের দ্বারস্থ হয় তার বাবা-মা। পরে তদন্তে নেমে পাকড়াও করা হয় ওই প্রতিবেশী যুবককে। জেরার মুখে সমস্ত অপরাধের কথা স্বীকার করে সে। নির্যাতিতার মায়ের কথায়, অভিযুক্ত তাঁর ভাইয়ের মতো ছিল। প্রায়শই বাচ্চা মেয়েটির সঙ্গে খেলা করত। তাই কেউ কল্পনাও করতে পারেনি, সে এমন কাণ্ড ঘটাবে।
বর্তমানে নির্যাতিতার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুট্টুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘৃণ্য ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বিধায়ক। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।