Bartaman Patrika
কলকাতা
 

দক্ষিণের তট এলাকায় যুদ্ধ তৎপরতা,
ত্রাণ শিবিরে ঠাঁই বহু বাসিন্দার

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ধেয়ে আসা ঝড়ে ঘর উড়ে যাওয়ার কথা শুনে আতঙ্কিত হলেও ভিটেমাটি ছাড়তে নারাজ অশোক গিরি। শুধু অশোক নন, কানু জানা, বাবলু জানাসহ ঘোড়ামারা দ্বীপের আরও অনেকে ভিটে ছেড়ে ত্রাণ শিবিরে যেতে নারাজ। কাকদ্বীপ মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায় ও মহকুমা পুলিস অফিসার অনিল রায় ধেয়ে আসা বুলবুল ঝড়ের তাণ্ডবলীলা নিয়ে যতই বোঝান, কোনও কিছুতেই নরম করতে পারছেন না। সকলেই জানিয়ে দেন, যতই ঝড় আসুক কেউ ঘর ছেড়ে যাবেন না। বরং অনেকে বলতে থাকেন, ঘরের এত জিনিসপত্র কোথায় রাখা হবে, গবাদি পশুদের খাওয়ার কী হবে? তাদের রাখা হবে কোথায়? শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তাঁদের প্রশ্নের উত্তর দেওয়া থেকে বোঝাতে কালঘাম ছুটে গেলেও হাল ছাড়েননি মহকুমা শাসক। শেষ পর্যন্ত অবশ্য অশোক, কানু ও বাবলুবাবুদের সঙ্গে নিয়ে উদ্ধারকেন্দ্রে পৌঁছে দেন সরকারি আধিকারিকরা।
সাগর ব্লকের সমুদ্র উপকূলবর্তী হলেও একেবারে আলাদা দ্বীপ হল ঘোড়ামারা। সেখানে অনেকবার ভাঙন হয়েছে। বহু মানুষ দ্বীপ ছেড়ে চলে গিয়েছেন। তারপরও এখনও ছ’ হাজার মানুষ সেখানে বসবাস করেন বলে সরকারি খাতা-কলমে উল্লেখ রয়েছে। বুলবুলের তাণ্ডব সাগর ব্লকের এই অংশে ভয়ঙ্কর হতে পারে এই আশঙ্কা থেকেই প্রশাসনের কর্তারা সেখানে যান। এদিন সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে ঘোড়ামারা দ্বীপ থেকে মহকুমা শাসক বলেন, এখানকার সমুদ্র ঘেঁষা নিচু এলাকায় যেখানে টালি, মাটি ও খড়ের ছাওয়া ঘর রয়েছে। সেই সব এলাকার মহিলা, পুরুষ, শিশুদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত এই দ্বীপের ৫০ টি পরিবারকে সরানো গিয়েছে। আজ, শনিবার পরিস্থিতি দেখে বাকিদের সরানো হবে। তিনি বলেন, ঘোড়ামারাতে তিনটি উদ্ধারকেন্দ্র। সেখানে তিন হাজার মানুষ থাকতে পারবে। এরপর যদি সরাতে হয়, তা হলে তাঁদের ঘোড়ামারা থেকে ভেসেলে সরিয়ে সাগরের নিয়ে যাওয়া হবে। সেইভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিন সাগর ব্লকের ধবলাহাটের সাউঘেরি থেকে ৬০ জন, সুমতিনগরের ২৫ জন, বেগুয়াখালির ২৫ জন ও মৌসুনি দ্বীপ থেকে আরও ২৫টি পরিবারকে সরিয়ে রাতেই উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সাগরের কপিলমুনি মন্দির থেকে ৫ নম্বর ঘাটের দিকে যাওয়ার রাস্তায় ঝাউবনের কাছে শুঁটকি মাছের কাজে যুক্ত বেশ কয়েকটি পরিবারকেও সরিয়ে দেওয়া হয়েছে। বিধায়ক বঙ্কিম হাজরা জানান, সব মিলিয়ে রাতেই পাঁচ হাজার পরিবারকে বিভিন্ন স্কুল ও উদ্ধারকেন্দ্রে সরিয়ে দেওয়া গিয়েছে। তিনি বলেন, সাগর থেকে কাকদ্বীপ ও মেদিনীপুর যাতায়াতের সমস্ত ফেরি আগামী সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। জরুরি পরিষেবার জন্য সাগর থেকে কাকদ্বীপ পর্যন্ত কয়েকটি ভেসেল চালু রাখা হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে ব্লকের সকলের ছুটি বাতিল করা হয়েছে। সাগরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের এদিন হোটেল ও বিভিন্ন আশ্রম ছেড়ে নিরাপদ জায়গাতে যাওয়ার কথা বলা হয়েছে। যদিও বাইরে থেকে আসা তীর্থযাত্রীদের অনেকে এদিন দুপুরে সাগর ছেড়ে কাকদ্বীপ চলে গিয়েছেন। কাকদ্বীপের বিধায়ক ও সুন্দরবন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, সরকারিভাবে সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, নামখানা ব্লকের উপর ঝড়ের তাণ্ডব বেশি হবে বলে আপাতত খবর এসেছে। এর আগে ফণি-র সময়ে একইভাবে এই এলাকায় ঝড়ের মোকাবিলা করা হয়েছে। তিনি জানান, মহকুমা অফিস ছাড়াও বিডিও অফিসে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলাশাসক পি উলগানাথনসহ আধিকারিকদের একটি দল পাথরপ্রতিমায় নজরদারি করবে। সেখানেই তাঁদের থাকতে বলা হয়েছে। ঝড়ের পর কোথাও বিদ্যুৎ ও গাছ পড়ে গেলে দ্রুত তা সরানোর জন্য পূর্ত দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় শুকনো খাবার, তারপোলিন মজুত করা হয়েছে। সব মিলিয়ে বুলবুলের মোকাবিলায় প্রশাসন থেকে সমস্ত বিভাগের আধিকারিকরা প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে, সুন্দরবনের ক্যানিং, বাসন্তী, গোসাবার বিভিন্ন জায়গাতে সতর্কতা জারি করা হয়েছে।

09th  November, 2019
জলে ডুবে মর্মান্তিক পরিণতি সল্টলেকে, প্রশিক্ষণে দমবন্ধ, মায়ের পাশেই মৃত্যু

মায়ের সঙ্গেই অনুশীলনে গিয়েছিল মেয়ে। একই সুইমিং পুলে মায়ের সঙ্গে সাঁতারও কাটছিল। একটা সময় ‘দমবন্ধ’ করে ডুব সাঁতার অনুশীলন করছিল মেয়ে। মেয়েকে ডুব দিতে দেখেছিলেন মা। কিন্তু, দেড় মিনিটের বেশি কেটে যাওয়ার পর মেয়ে না ওঠায় সঙ্গে সঙ্গে সেখানে ডুব দেন মা। বিশদ

ভাঙল ছাদের চাঙড়-নারকেল গাছ, বিদ্যুতের তার সরাতে গিয়েও মৃত্যু, শহরতলিতে ঝড়ের বলি ৩

সোমবার মরশুমের প্রথম কালবৈশাখীতে সন্ধ্যায় সাতজনের মৃত্যুর খবর সামনে এসেছিল। তারপর রাতে জানা গেল, শহরতলিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একটি মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।
বিশদ

লক্ষ্য কমপক্ষে ৪০ হাজার ভোটের মার্জিন, আমডাঙায় প্রচার পার্থের

২০১৯ সালের লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং জিতলেও আমডাঙা বিধানসভায় ৩৭ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল। ২০২১ সালে বিধানসভা ভোটে ২৫ হাজার ভোটে আমডাঙা থেকে জেতেন তৃণমূলের রফিকুর রহমান। বিশদ

ভোট প্রচারে সরগরম গঙ্গাপাড়ের দুই লোকসভা, তরজায় তৃণমূল-বিজেপি

হুগলির গঙ্গাপাড়ের দু’টি লোকসভা আসনে আগেই ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছিল। এবার হেভিওয়েট নেতা-নেত্রীদের প্রচার ঘিরে সেই পারদ যে আরও এক ধাপ বাড়তে চলেছে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। বিশদ

সন্তানহারা মায়ের বিলাপে নীরব নেতাজিপল্লি, ন্যায়বিচারের দাবি

মঙ্গলবারও শোকের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি পাণ্ডুয়ার তিন্না গ্রামের নেতাজিপল্লি। থমথমে ছিল গোটা পাড়া। মাঝে মাঝে শুধু চাপা কান্নার আওয়াজ এসেছে বোমা বিস্ফোরণে মৃত রাজ বিশ্বাসের মামার বাড়ি থেকে। বিশদ

শিশুমৃত্যুর পর এবার গৃহবধূর দেহ উদ্ধার, ফের উত্তপ্ত পাণ্ডুয়া

ফের উত্তপ্ত পাণ্ডুয়া। মঙ্গলবার সকালে পাণ্ডুয়ার সিমলাগড় মালিপাড়ার মাঠে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বছর চল্লিশের ওই মহিলার পরিচয় জানা যায়নি। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন। বিশদ

‘কিশলয় মানে তৃণমূল’, মমতাকে নিয়ে গান ফেরি আপনভোলা পরমেশ্বর টুডুর

‘কিশলয় মানে তৃণমূল, সবুজ যে তার রং। সেই রঙেতেই সেজেছি মোরা সবুজ হয়েছে মন।’ গানটি তৈরি করেছেন ধনেখালির ভান্ডারহাটির এক নম্বর পঞ্চায়েতের বালিঘড়া গ্রামের বাসিন্দা পরমেশ্বর টুডু। এই মানুষটি রাজনীতি করেন না। তবে ‘এনআরসি’ যে ক্ষতিকারক তা বিলক্ষণ জানেন। বিশদ

মনোনয়ন পেশের পরই সন্দেশখালি ইস্যুতে তোপ বসিরহাটের তৃণমূল প্রার্থীর

কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন দলের বসিরহাট নির্বাচনী কোর কমিটির সদস্য সরোজ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবেশ মণ্ডল, কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, এটিএম আবদুল্লাহ প্রমুখ। বিশদ

কর্মীর সংখ্যা কম, দেরিতে এলেন বিজেপি প্রার্থীও

কথা ছিল সকাল ৮টা থেকে প্রচার শুরু করবেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। স্থানও আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল স্থানীয় নেতাকর্মীদের। কিন্তু সকাল ৮টার কিছু পরে পূর্বনির্দিষ্ট স্থানে গিয়ে দেখা গেল, পতাকা নিয়ে এক-দু’জন উৎসাহী কর্মী ছাড়া কোথাও কোনও তোড়জোড় নেই। বিশদ

রাজারহাটে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর প্রচার নিয়ে নিরুত্তাপ সিপিএম

বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রচার নিয়ে নিরুত্তাপ রাজারহাটের সিপিএম। ক’দিন পরই ভোট। এই সময় দলীয় প্রার্থীকে জেতাতে কর্মী-সমর্থকরা ঝাঁপিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। বিশদ

হঠাৎ হ্যান্ডেল লক! পুকুরে স্কুটার, মৃত ২

বৃষ্টিতে কমপ্লেক্সের মধ্যে বাইক চালানোর সময় হঠাৎই লক হয়ে যায় স্কুটির হ্যান্ডেল। সেই অবস্থায় বাঁক ঘুরতে না পেরে গতিতে থাকা স্কুটিটি সোজা গিয়ে পড়ে কমপ্লেক্সের মধ্যে থাকা পুকুরে। পুকুরের গভীরতা বেশি হওয়ায় ভারসাম্য না রাখতে পারে পুকুরে তলিয়ে যান দু’জন আরোহী। বিশদ

নৈহাটির বড়মা মন্দিরে অন্নকূট উৎসব

নৈহাটির বড়মার কষ্টি পাথরের মূর্তি সামনে রেখে মঙ্গলবার আয়োজিত হল অন্নকূট উৎসব। সকাল থেকেই মন্দিরে ভিড় ছিল ভক্তদের। বেলা গড়ানোর সঙ্গে লম্বা হয় সে লাইন। এর ফলে সকাল থেকে বন্ধ করে দেওয়া হয় অরবিন্দ রোড। বিশদ

কৃষিজাত পণ্য পরিবহণে চালু হোক কৃষক স্পেশাল ট্রেন, দাবি বনগাঁর ব্যবসায়ীদের

বনগাঁ মহকুমার বনগাঁ, বাগদা, গাইঘাটা কিংবা নদীয়ার কল্যাণী বা হরিণঘাটা, উত্তর ২৪ পরগনার স্বরূপনগর মূলত কৃষিপ্রধান এলাকা। এইসব এলাকায় উৎপাদিত ফসল দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে নানা সমস্যায় পড়তে হয় চাষিদের। বিশদ

কাল-পরশু আলিপুরে চলবে মনোনয়ন, হাজরা ও সংলগ্ন রাস্তায় যানজটের আশঙ্কা

রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট হবে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ছ’টি কেন্দ্রে। সবক’টি কেন্দ্রের প্রার্থীই আলিপুরে মনোনয়ন পত্র জমা দেবেন।
বিশদ

Pages: 12345

একনজরে
রানিগঞ্জের কয়লাখনি অঞ্চলে ধস দুর্গতদের অবিলম্বে পুনর্বাসন চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ আসানসোলে দলের নেতৃত্বকে নির্দেশও দিলেন তিনি। পাশাপাশি আঙুল তুললেন কেন্দ্রের বিরুদ্ধেও।  ...

পুলিস কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়াকে প্রভাবিত করছে রাজ্য ও কলকাতা পুলিসের ওয়েলফেয়ার কমিটি। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে একটি রাজনৈতিক দল। ...

পর্দার ‘মুন্নাভাই’ মুরলি প্রসাদকে পাশ করাতে গিয়ে পরীক্ষায় বসেছিলেন শিক্ষক রুস্তম পারভি। রিয়েল লাইফে তেমনই কাণ্ড ঘটাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নিট) পরীক্ষার্থীর দাদা। ঘটনাস্থল রাজস্থানের বারমার। ...

জ্যাক অলিভল প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রসময় দাস মঙ্গলবার প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রী তপতী দাস এবং দুই পুত্র রাজর্ষি দাস ও রীতেশ দাস ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শেয়ার ও বিমা সূত্রে অর্থাগম হতে পারে। কাজের প্রসার ও নতুন কর্মলাভের সম্ভাবনা। বিদ্যা হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব রেডক্রস দিবস
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস
১৭৯৪ - ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল
১৮২৮- রেড ক্রস এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনন্টের জন্ম
১৮৬১ - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৬৩ - ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়
১৯০২ - দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়
১৯২৯- শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী গিরিজা দেবীর জন্ম
১৯৫৩- গায়ক রেমো ফার্নাডেজের জন্ম
১৯৬২- জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন
১৯৭০ – প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেট তারকা মাইকেল বেভানের জন্ম
১৯৮১ - কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি ফণিভূষণ চক্রবর্তীর মৃত্যু
১৯৯৩ - অস্ট্রেলীয় ক্রিকেট তারকা প্যাট কামিন্সের জন্ম
১৯৯৬ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়
২০০৮ -  অভিনেতা,পরিচালক ও নাট্যব্যক্তিত্ব জ্ঞানেশ মুখোপাধ্যায়ের মৃত্যু
২০২৩ - সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৬ টাকা ৮৪.৪০ টাকা
পাউন্ড ১০৩.১৭ টাকা ১০৬.৬২ টাকা
ইউরো ৮৮.৩৮ টাকা ৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ বৈশাখ, ১৪৩১, বুধবার, ৮ মে ২০২৪। অমাবস্যা ৯/৩০ দিবা ৮/৫২। ভরণী নক্ষত্র ২১/১৫ দিবা ১/৩৪। সূর্যোদয় ৫/৩/৪২, সূর্যাস্ত ৬/২/২৯। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৭ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১১/৮ মধ্যে পুনঃ ৩/২৭ গতে ৫/১০ মধ্যে। রাত্রি ৬/৪৬ গতে ৮/৫৯ মধ্যে পুনঃ ১/২৪গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে। রাত্রি ৮/৫৯ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/১৮ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/১৮ গতে ৩/৪০ মধ্যে। 
২৫ বৈশাখ, ১৪৩১, বুধবার, ৮ মে ২০২৪। অমাবস্যা দিবা ৮/৪৮। ভরণী নক্ষত্র দিবা ১/৫৬। সূর্যোদয় ৫/৪, সূর্যাস্ত ৬/৪। অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে ও ১/৪৭ গতে ৫/২০ মধ্যে এবং রাত্রি ৯/৪৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে। কালবেলা ৮/১৯ গতে ৯/৫৭ মধ্যে ও ১১/৩৪ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/১৯ গতে ৩/৪২ মধ্যে। 
২৮ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: লখনউকে ১০ উইকেটে হারাল হায়দরাবাদ

10:27:54 PM

আইপিএল: ১৯ বলে হাফসেঞ্চুরি অভিষেক শর্মার, হায়দরাবাদ ১২০/০ (৬.৩ ওভার) টার্গেট ১৬৬

10:15:03 PM

আইপিএল: ১৬ বলে হাফসেঞ্চুরি ট্রাভিস হেডের, হায়দরাবাদ ৭৯/০ (৪.৪ ওভার) টার্গেট ১৬৬

10:04:52 PM

আইপিএল: হায়দরাবাদকে ১৬৬ রানের টার্গেট দিল লখনউ

09:26:56 PM

আইপিএল: ২৮ বলে হাফসেঞ্চুরি আয়ূষ বাদোনির, লখনউ ১৪৬/৪ (১৯ ওভার), বিপক্ষ হায়দরাবাদ

09:19:23 PM

আইপিএল: ২৪ রানে আউট ক্রুণাল পান্ডিয়া, লখনউ ৬৬/৪ (১১.২ ওভার), বিপক্ষ হায়দরাবাদ

08:43:15 PM