শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
কিন্তু চন্দ্রমণি বারবার অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে খুন করতে বিহারের বেউড় জেলে বসে প্ল্যান করেছিল সুবোধ সিং। এই মামলায় তার অনুগামী সহ ১৪ জন গ্রেপ্তার হয়েছে। ফের তাকে মামলায় যুক্ত করে বিচার পর্ব শুরু হবে বলে আশাবাদী মণীশের বাবা। তিনি বলেন, প্রায় সাড়ে চার বছর হতে চলল ছেলের খুনের বিচার পেলাম না। মামলা বারাকপুর কোর্টে থাকলে আমরা বিচার পাব না। এখন পর্যন্ত সাক্ষ্য দান শুরু হল না। তাই মামলা এখান থেকে সরিয়ে নিতে চাই।