সংবাদদাতা, সিউড়ি: ইংরেজিতে প্রবাদ আছে, ‘অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার।’ অর্থাৎ, যুদ্ধ ও ভালোবাসায় সবকিছুই নৈতিক। লক্ষ্য পূরণ করতে যে কোনও কিছুই করা যেতে পারে। প্রবাদটির সত্যতা ফের প্রমাণিত হল সিউড়িতে। প্রেমিক ‘চোর’-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করে উল্টে একগুচ্ছ লাল গোলাপ তাঁর হাতে তুলে দিলেন পুলিস আধিকারিকরা। ঘটনা মঙ্গলবার রাতের। সিউড়ি সার্কিট হাউস মোড়ে পুরসভার উদ্যোগে ‘আমার ভালোবাসা সিউড়ি’ লেখা একটি ‘ব্যাক লিটেড’ বোর্ড লাগানো হয়েছিল। তাতে ছিল একটি হার্ট শেপের ‘লাভ’ প্রতীক। মঙ্গলবার শেষ রাতে সেই প্রতীকটি চুরি হয়ে যায়। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ শহরের বাসিন্দারা। উজ্জ্বলবাবু তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘটনাটি পোস্ট করে তাঁর ক্ষোভের কথা জানান। সাধারণ মানুষকে পুরসভার সম্পত্তি রক্ষার জন্য সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে দায়িত্ব পালনের আর্জি জানান। বিষয়টি জানাজানি হতেই স্যোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়। অতঃপর ঘটনার তদন্তে নামে পুলিস।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে ‘লাভ’ প্রতীকের চোরকে খুঁজে বের করে পুলিস। থানায় ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করতেই গরগর সব স্বীকার করে নেন ধৃত ব্যক্তি। কিন্তু চুরির কারণ শুনে চোখ কপালে ওঠে পুলিসের। এই ‘চোর’-কে নিয়ে কী করা যায় তা ভাবতে বসেন তাঁরা। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বাপন বাদ্যকর। বাড়ি মহম্মদ বাজারের সারেন্ডা গ্রামে। এদিন তিনি পুরনো বাইকের পরিবর্তে নতুন বাইক কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ি যাওয়ার পথে সিউড়ি পুরসভার বোর্ডটি চোখে পড়ে তাঁর। সিদ্ধান্ত নেন ওই ‘লাভ’ প্রতীকটি স্ত্রীকে উপহার দেবেন। বাপন পুলিসকে বলেন, আমি বউকে খুব ভালোবাসি। রাস্তায় লাগানো ‘লাভ’ চিহ্নটি খুলে নিয়েছিলাম।