কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
এক অটোচালক বিষ্ণু সরকার বলেন, বেআইনিভাবে রোড পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে টোটো। যেখানে-সেখানে দাঁড়িয়ে তারা যাত্রী তুলছে। প্রতিবাদ করলে মারধর করছেন টোটোচালকরা। বুধবার এক অটোচালককে এতটাই মারধর করেছেন যে, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধ করে প্রতিবাদ করছি। রাস্তায় বেআইনি টোটোর চলাচল বন্ধ না করলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।