কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
এদিন তাঁর বাড়িতে পুলিসের যাওয়া নিয়ে ফের সরব হয়েছেন অর্জুন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এফআইআরের ২৪ ঘণ্টার মধ্যে দু’বার নোটিস পাঠিয়েছে পুলিস। আগামী ২ জানুয়ারি অবধি সময় চেয়ে এদিন সকালেই আইনজীবী চিঠি দিয়েছে পুলিসকে। তাও বাড়িতে পুলিস এসেছে। এখন ব্যস্ত আছি, তাই আগামী ২ তারিখের আগে কোনও জায়গায় যেতে পারব না।’
বিতর্কিত মন্তব্যের জন্য অর্জুনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অভিযোগকারী অভিমন্যু তেওয়ারি বলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংবাদমাধ্যমে যা বলেছেন, তা তাঁকে প্রমাণ করতে হবে, নাহলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পুলিসের ব্যবস্থা নেওয়া উচিত।