শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
স্বপ্নের ছন্দে থাকা গিল যতই ঔজ্বল্য ছড়াক, জয়ের সৌরভেও অবশ্য থাকছে দুশ্চিন্তা। বিরাট কোহলির ফর্ম নিয়ে উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা। ক্রিজে সেট হয়েও উইকেট ছুড়ে দিলেন তিনি। অবশ্য তার মধ্যেই রিকি পন্টিংকে (২৩৩৬) পিছনে ফেলে আইসিসি’র ওডিআই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বাধিক রানের মালিক এখন বিরাটই (২৩৪৬)। শীর্ষে শচীন তেন্ডুলকর (২৭১৯)। ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে সর্বাধিক ক্যাচের রেকর্ডে আজহারউদ্দিনকে স্পর্শও করলেন বিরাট (১৫৬)। রোহিত শর্মা আবার দ্বিতীয় দ্রুততম হিসেবে ১১ হাজার রানে পৌঁছলেন। তিনি (২৬১ ইনিংস) পিছনে ফেলেন শচীনকে (২৭৬ ইনিংস)।
বাংলাদেশ: তানজিদ ক লোকেশ বো অক্ষর ২৫, সৌম্য ক রাহুল বো সামি ০, শান্ত ক কোহলি বো হর্ষিত ০, মেহদি ক গিল বো সামি ৫, তৌহিদ ক সামি বো হর্ষিত ১০০, মুশফিকুর ক রাহুল বো অক্ষর ০, জাকের ক কোহলি বো সামি ৬৮, রিশাদ ক হার্দিক বো হর্ষিত ১৮, তানজিম বো সামি ০, তাসকিন ক শ্রেয়স বো আয়ার ৩, মুস্তাফিজুর অপরাজিত ০, অতিরিক্ত ৯, মোট ২২৮ (৪৯.৪ ওভারে)। উইকেট পতন: ১-১, ২-২, ৩-২৬, ৪-৩৫, ৫-৩৫, ৬-১৮৯, ৭-২১৪, ৮-২১৫, ৯-২২৮, ১০-২২৮। বোলিং: সামি ১০-০-৫৩-৫, হর্ষিত ৭.৪-০-৩১-৩, অক্ষর ৯-১-৪৩-২, হার্দিক ৪-০-২০-০, জাদেজা ৯-০-৩৭-০, কুলদীপ ১০-০-৪৩-০।
৬ উইকেটে জয়ী ভারত।
ম্যাচের সেরা গিল