মাদ্রিদ: ম্যাচের বয়স ৭৮ মিনিট। গুটিগুটি পায়ে কিলিয়ান এমবাপের মাঠ ছাড়ার মুহুর্তে উঠে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানাল বার্নাব্যুর গ্যালারি। ফরাসি তারকাও দু’হাত তুলে ধন্যবাদ জানালেন। মুখে তাঁর তৃপ্তির হাসি। রিয়াল মাদ্রিদ জার্সিতে প্রথম হ্যাটট্রিক সেরে ফেললেন তিনি। এমবাপের দুরন্ত পারফরম্যান্সে ভর করেই বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের দ্বিতীয় লেগেও ম্যান সিটিকে হারাল রিয়াল। ঘরের মাঠে ৩-১ গোলে জিতল কার্লো আনসেলোত্তি ব্রিগেড। দু’লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ১৬বারের চ্যাম্পিয়নরা। ম্যাচে সিটির হয়ে শেষলগ্নে ব্যবধান কমান নিকো গঞ্জালেস।
ঘরের মাঠে হারের পর বুধবার ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ম্যান সিটি। তবে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় পেপ ব্রিগেড। চোটের কারণে আপফ্রন্টের সেরা ভরসা আর্লিং হালান্ডকে বেঞ্চে রেখেই দল সাজাতে হয় ম্যান সিটি কোচকে। তবে চলতি মরশুমে রক্ষণের ব্যর্থতায় বারবার ভুগতে হয়েছে সিটিজেনদের। এদিনও প্রতিপক্ষের এই দুর্বল জায়গাতে আঘাত হানেন এমবাপে। ম্যাচের চতুর্থ মিনিটেই রিয়ালকে কাঙ্ক্ষিত লিড এনে দেন তিনি। নিজেদের অর্ধ থেকে রাউল আসেন্সিওর বাড়ানো লং বল ফলো করে দুই সিটি ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করেন এমবাপে। এরপর প্রতিপক্ষ গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে তাঁর মাথার উপর দিয়ে বল জালে জড়ান তিনি (১-০)। এরপর ৩৩ মিনিটে প্রতিপক্ষ বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ ফরাসি তারকার (২-০)। আর ৬১ মিনিটে টপ বক্সের মাথা থেকে বাঁ পায়ের দুরন্ত শটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি (৩-০)। অ্যাওয়ে ম্যাচে তিন গোলে পিছিয়ে পড়ে সংযোজিত সময়ে সিটির হয়ে ব্যবধান কমান নিকো গঞ্জালেস (৩-১)।
দিনের অপর ম্যাচে ব্রেস্টকে সাত গোলের মালা পরাল পিএসজি। সেই সঙ্গে দু’লেগ মিলিয়ে ১০-০ ব্যবধানে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল প্যারিসের ক্লাবটি। পার্ক দ্য প্রিন্সেসে এদিন সাতজন ভিন্ন ফুটবলার স্কোরশিটে নাম তোলেন, যা চ্যাম্পিয়ন্স লিগে এক অনন্য নজির। এদিকে, প্লে-অফের প্রথম লেগে জয়ের পরেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল জুভেন্তাস। বুধবার অ্যাওয়ে ম্যাচে পিএসভি’র কাছে ১-৩ গোলে বশ মানল তুরিনের ওল্ড লেডি। দু’লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ডাচ ক্লাবটি। অন্য ম্যাচে লিসবনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও, প্রথম লেগে জয়ের সুবাদে পরের রাউন্ডে পৌঁছল বরুসিয়া ডর্টমুন্ড।