নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রুপ লিগের ম্যাচে সার্ভিসেসকে হারিয়ে ছিল বাংলা। সন্তোষ ট্রফির শেষ চারে ফের মুখোমুখি যুযুধান দুই দল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে মেঘালয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস। সেমি-ফাইনালে সঞ্জয় সেনের দলের বিরুদ্ধে বদলা নিতে মুখিয়ে তারা। বাংলার কোচ অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ। সঞ্জয় সেনের মন্তব্য, ‘খেতাব জিততে গেলে পারফরম্যান্স করা জরুরি। ফুটবলারদের সেই বার্তা দিয়েছি।’ চোটের কারণে বাসুদেব মান্ডিকে পাচ্ছে না বাংলা। উল্লেখ্য, গ্রুপ লিগে তিনিই সার্ভিসেসের বিরুদ্ধে লক্ষ্যভেদ করেন।
আগামী রবিবার সন্তোষ ট্রফির মেগা সেমি-ফাইনাল। এতদিন টার্ফে ম্যাচ খেললেও এবার ভেনু বদলাচ্ছে ফেডারেশন। শেষ চার ও খেতাবি লড়াই হবে গাচ্চিবৌলি স্টেডিয়ামের ঘাসের মাঠে।