নিজস্ব প্রতিনিধি, কলিকাতা: অবশেষে পয়েন্ট পেল মহমেডান স্পোর্টিং। নভেম্বরে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সাদা-কালো ব্রিগেড। তারপর টানা হারের একঘেয়ে চিত্রনাট্য কাটিয়ে বর্ষশেষে ড্রয়ে ফিরল চেরনিশভের দল। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহমেডান বনাম ওড়িশা এফসি ম্যাচের ফল ০-০। ভাগ্য সহায় থাকলে জিতেই মাঠ ছাড়তে পারতেন কাসিমভরা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আলেক্সিসের শট আর মানজোকির হেড ক্রসপিসে প্রতিহত হয়। অন্তিম লগ্নে কাসিমভের জোরালো শট শরীর ছুড়ে বাঁচান অমরিন্দার সিং। এই ড্রয়ের ফলে প্রথম ১৩ ম্যাচে মহমেডানের পয়েন্ট ৬। সর্বনিম্ন স্থানে থাকলেও সাদা-কালোর লড়াই মনে থাকবে অনেকদিন। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ওড়িশার সংগ্রহ ২০ পয়েন্ট।
শুক্রবার শুরু থেকেই দাপট দেখায় মহমেডান স্পোর্টিং। আক্রমণের চাপ রাখলেও মোর্তাদা ফলদের দুর্গ ভাঙতে পারেননি তারা। পাসিং ফুটবলে বেশ কয়েকটি স্পেলে ওড়িশাকে নাড়িয়ে দিয়েছিলেন ফ্রাঙ্কারা। বিরতির পর মহমেডান আক্রমণের গতি আরও বাড়ালে কার্লোস ডেলগাডোদের নড়বড়ে দেখায়। এই পর্বে বক্সে পৌঁছেও লক্ষ্যভেদে ব্যর্থ হলেন কাসিমভরা।
মহমেডান স্পোর্টিং - ০ : ওড়িশা এফসি-০