কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-১ ব্লকের সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামে বাড়িটি অবস্থিত। বাড়িতে বসবাস করেন নিবাস দাস, তাঁর স্ত্রী চায়না দাস, শ্বাশুড়ি খুকু দাস, ছেলে রাকেশ দাস এবং মেয়ে প্রতিমা দাস। এদিন রাতে নিবাস তাঁর স্ত্রী এবং মেয়েকে নিয়ে হুগলির জয়রামবাটি এলাকায় বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর শাশুড়ি, ছেলে এবং অন্য এক সদস্য।
অভিযোগ, রাত দশটা নাগাদ আচমকা বাগানের দরজা দিয়ে দুষ্কৃতীদের দলটি বাড়িতে প্রবেশ করে। প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। অগ্নেয়াস্ত্রর পাশাপাশি তাদের কাছে ছিল বেশ কিছু ধারালো অস্ত্রও। বাড়িতে প্রবেশ করেই তারা লুটপাট চালায়। সেই সময়ে রাকেশ বাধা দিতে গেলে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হয়েছে রাকেশ। এরপর দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।