কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকমাস আগে মন্দারমণি কোস্টাল থানা এলাকার বাসিন্দা বছর পনেরোর ওই নাবালিকাকে অপহরণ করে বিয়ে করেছিল ভরত। পরবর্তীকালে নাবালিকার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বাপেরবাড়ির লোকজন সম্প্রতি তাকে বড়রাঙ্কুয়ায় রামনগর-২ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি নজরে আসার পরই ব্লক স্বাস্থ্য আধিকারিক থানায় অভিযোগ দায়ের করেন। ওই নাবালিকা সন্তানের জন্ম দেয়।
অন্য একটি ঘটনায় এক নাবালিকাকে অপহরণে সাহায্য করায় পুলিস অভিযুক্তের বন্ধুকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ওই যুবককে পুলিস গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুজিতকুমার দাস। বাড়ি নন্দীগ্রামের চরকেন্দেমারি এলাকায়। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, কয়েকদিন আগে নন্দীগ্রামের এক যুবক খেজুরি এলাকার এক নাবালিকাকে অপহরণ করে। নাবালিকার বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে অপহরণে সাহায্য করার অভিযোগে সুজিতকে গ্রেপ্তার করে। যদিও পুলিস অপহরণকারী যুবক ও নাবালিকার হদিশ পায়নি। ধৃত যুবককে জেরা করে তাদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।