নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পরিত্যক্ত লাল রঙের থলে ঘিরে বোমাতঙ্ক শিলিগুড়ি শহরে। পুলিস ডেকে শেষ পর্যন্ত থলে খুলে মিলল সজির খোসা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির হাসপাতাল মোড় সংলগ্ন বিএসএনএল অফিসে। দুপুর নাগাদ একটি পরিত্যক্ত লাল থলে দেখে বিএসএনএল কর্মীদের মধ্যে কৌতুহল জাগে। দপ্তরে বাকি কর্মীদের প্রশ্ন করে জানতে চায় ব্যাগের মালিক কে? ব্যগটি দপ্তরের কোনও কর্মীর নয় জানার পরই শিলিগুড়ি থানায় খবর দেন বিএসএনএল কর্মীদের একাংশ। পুলিস এসে সমস্ত সতর্কতা অবলম্বন করে বম্ব স্কোয়াডকে দিয়ে ব্যাগ খোলার পর দেখতে পায় তাতে রয়েছে প্রচুর সব্জির খোসা। ওই ব্যাগটি কে কোন কারণে কেউ ফেলে গিয়েছিল? নাকি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্ক ছড়াতে এমন কাজ করেছিল তা তদন্ত করে দেখছে পুলিস। বিএসএনএল অফিসের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি কিনারা করতে চাইছে তারা। যদিও গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের বোমাতঙ্ক শহরজুড়ে আতঙ্ক ছড়ায়।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি(পূর্ব) রাকেশ সিং বলেন, ঘটনার পর পুলিস পৌঁছে যথাযথ ব্যবস্থা নিয়ে ব্যাগটি খুলে দেখেছে। সেরকম আপত্তিকর কিছু পাওয়া যায়নি। বিএসএনএল অফিসের বিল্ডিং ইনচার্জ অমল রায় বলেন, দপ্তরে ঢুকতে গিয়ে ওই ব্যাগ লক্ষ্য করি। খোঁজখবর নেওয়ার পর যখন জানতে পারি সেটি আমাদের দপ্তরের কারও নয়, তখন পুলিসে খবর দেওয়া হয়।