শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
গড়ালবাড়ির বড়বোদা ও ফকিরপাড়া গ্রামের শিবানী রায়, অঞ্জনা ওরাওঁ, তারামণি ওরাওঁ, অর্চনা সিংয়ের মতো জনা কুড়ি মহিলা এদিন কোতোয়ালি থানায় আসেন। দল বেঁধে তাঁরা থানায় ঢুকে এলাকায় অবৈধভাবে মদ বিক্রি বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁরা বলেন, আমাদের এলাকায় দু-তিনটি বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে। সেখান থেকে মদ খেয়ে বাড়ি ফিরে বহু বাড়ির স্বামীরা অশান্তি করছে। স্ত্রীকে মারধর করছে। মদের নেশার টাকা জোগাড় করতে বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে অনেক বাড়ির পুরুষ। গ্রামেই রমরমিয়ে মদের ঠেক চলায় কমবয়সিরাও নেশায় আসক্ত হয়ে পড়ছে।
অর্চনা সিং বলেন, এলাকায় যারা অবৈধভাবে মদ বিক্রি করছে, তাদের বাড়িতে এর আগে আমরা দল বেঁধে গিয়েছিলাম। তারা যাতে আর মদ না বিক্রি করে তা বলে আসা হয়েছিল। কিন্তু আমাদের কথা শোনেনি ওরা। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধানকেও জানানো হয়েছে। তারপরও কোনও সুরাহা হয়নি। সেকারণে আমরা এদিন থানায় অভিযোগ জানিয়ে গেলাম। দেখা যাক, এবার পুলিস কী করে।