শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে কয়েকদিন আগের ঘটনা। নির্যাতিত বধূ বাড়িতে ভাসুর ও জায়ের সঙ্গে থাকতেন। বধূর স্বামী কর্মসূত্রে অন্যত্র থাকেন। গত ১৩ ফেব্রুয়ারি বধূর ভাসুর ও জা বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই রাতে ওই যুবক বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাড়ির অদূরে ভুট্টা খেতে। সেখানে বিপুল ধারালো অস্ত্র দেখিয়ে বধূকে ধর্ষণ করে। পরে বধূর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। ওই বধূ বিপুলের নামে থানায় লিখিত অভিযোগ জানান। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।