কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ একদল যুবক রেস্তরাঁয় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। সামান্য দূরেই রেস্তরাঁ মালিকের বাড়ি গিয়েও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুরের পরেও শান্ত হয়নি তারা। বিকেলে ফের মালিকের বাবাকে মারধর করা হয়। সকালে তাণ্ডব চালানোর সময় রেস্তরাঁয় থাকা একটি স্কুটার ভাঙচুর করা হয়েছিল। সন্ধ্যায় সেই স্কুটারে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।