কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
কানতুর্কা থেকে ভুটভুটিতে করে স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন সুখী। রাইস মিল হাট এলাকায় হঠাৎ ভুটভুটির সামনে চলে আসেন এক ব্যক্তি। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভুটভুটিটি। তখন ভুটভুটি থেকে ছিটকে পড়ে যান ওই বধূ। জখমকে তড়িঘড়ি বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।