শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
ফিলিপিন্সের এক স্বাস্থ্যকর্তা এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় মানুষ এই অভিযান নিয়ে দারুণ উৎসাহী। মশা এনে রীতিমতো লাইনে দাঁড়িয়ে টাকা নিয়ে যাচ্ছেন অনেকে। কেউ বাক্স আবার কেই নানা ধরনের পাত্র করে মশা নিয়ে আসছেন।
উল্লেখ্য বিষয় হল, বর্তমানে ডেঙ্গুর আক্রমণে কাঁপছে ফিলিপিন্স। হু-এর তরফে ইতিমধ্যেই ফিলিপিন্সকে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০২৩ সালে এই দেশে ১ লক্ষ ৬৭ হাজারের বেশি লোক ডেঙ্গু আক্রান্ত হন ও ৫৭৫ জন মারা যান। চলতি বছরেও এই সংখ্যা ক্রমবর্ধমান। গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে।