কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
অন্যদিকে, সপ্তাহান্তে রাজধানীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। প্রভাব পড়েছে যান চলাচলেও। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে রাজধানীতে সর্বাধিক তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
তবে নাগাড়ে বৃষ্টিপাতের কারণে দিল্লির বাতাস বেশ কিছুটা উন্নত হয়েছে। কমেছে বায়ূ দূষণ। গত দু’মাসে দূষণের জেরে রাজধানীর বাতাস অধিকাংশ সময়েই ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। হিসেব বলছে আজ শনিবার দিল্লিতে বাতাসের গুণমান সূচক (একিউআই) ১৭৯। এর অর্থ ‘মোটামুটি’। উল্লেখ্য, বাতাসের গুণমান নির্ধারণের পরিমাপকেই বলা হয় বাতাসের গুণমান সূচক (একিউআই)। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, এই সূচক ০-৫০ এর মধ্যে থাকলে তা নির্দেশ করে বাতাসের গুণমান ‘ভাল’। ৫১-১০০ এর মধ্যে থাকলে ‘সন্তোষজনক’। ১০১-২০০ এর মধ্যে থাকলে ‘মোটামুটি’। ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খারাপ’। ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ খুব খারাপ’। ৪০১-৫০০ এর মধ্যে থাকলে ‘ভয়াবহ’ এবং ৫০০ অতিক্রম করলে তা নির্দেশ করে বাতাসের গুণমান ‘অতি ভয়াবহ’। ফলে বৃষ্টির জেরে বৃষ্টির হাত ধরেই দূষণের হাত থেকে রেহাই মিলতে চলেছে দিল্লিবাসীর। অন্তত বিশেষজ্ঞদের আশা এমনটাই।