কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
প্রশাসন সূত্রে খবর, ভারী তুষারপাতের ফলে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার সঙ্গে জম্মুর পুঞ্চ ও রাজৌরির সংযোগকারী মুঘল রোডে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে যান চলাচলের গতি ছিল অত্যন্ত শ্লথ। কাজিগুন্দ ও কুলগাঁওয়ে ৩ থেকে ৪ ইঞ্চি তুষারপাত হয়েছে বলে জানা গিয়েছে। বারামুলা থেকে বানিহালের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ডিভিশনাল কমিশনার জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। সব ডেপুটি কমিশনার ও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক ও কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে। তুষার পরিষ্কারের যন্ত্রও তৈরি রাখা হয়েছে। জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার দিকে নজর রাখছেন আধিকারিকরা। অন্যদিকে, ইংরেজি নববর্ষের কয়েকদিন আগে তুষারপাতের ফলে সাধারণ মানুষের পাশাপাশি খুশি পর্যটকরাও। কলকাতা থেকে কাশ্মীর ঘুরতে এসেছেন প্রীতম ঘোষ। তিনি বলেন, ‘আমরা তুষারপাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এই প্রথম কাশ্মীরে তুষারপাতের সাক্ষী থাকলাম। পুরো উপত্যকাই যেন বদলে গিয়েছে।’