কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
১৮ মে, ২০০৪। প্রধানমন্ত্রী পদে সোনিয়া গান্ধীর নামে সায় কংগ্রেস সংসদীয় দলের। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও সেদিন প্রধানমন্ত্রীর কুর্সি ফিরিয়ে দিয়েছিলেন রাজীব-পত্নী। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাম প্রস্তাব করেছিলেন মনমোহন সিংয়ের। দু’দশক আগে এই সিদ্ধান্ত ঘোষণার সময় সোনিয়ার ব্যবহৃত শব্দবন্ধ আজও সমান চর্চিত। ‘অন্তরাত্মার ডাক’। কিন্তু কেন? বহুদিন মুখ খোলেননি সোনিয়া। এবিষয়ে প্রথমবার সোনিয়া মুখ খোলেন ১৪ বছর পর। ততদিনে প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদি। ২০১৮ সালের মার্চ। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। সোনিয়া বলেন, ‘নিজের সীমাবদ্ধতাগুলি আমার অজানা ছিল না... জানতাম মনমোহন সিং আমার থেকে অনেক ভালো প্রধানমন্ত্রী হবেন।’