কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
মনমোহনের মৃত্যুসংবাদে মর্মাহত এককালে বলিউডের দাপুটে অভিনেতা, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। ব্যথিত কণ্ঠে তিনি বলেন, ‘মনমোহন সিং প্রকৃতই ভারতরত্ন। ওঁনার প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান সবকিছুই অতুলনীয়। দেশের আর্থিক পরিকাঠামোর ভোলবদলে মনমোহনের অবদান অনস্বীকার্য। কথায় আছে না, ‘তেরি ইয়াদ আয়ি, তেরি জানে কে বাদ’। একবার নরেন্দ্র মোদি বলেছিলেন, মনমোহনজি ‘রেনকোট’ পরে স্নান করেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সঙ্গে কেউ সহমত হবেন না। উনি মনমোহনকে ‘মৌন মোহন’ও বলেছিলেন। কিন্তু মনমোহনজি মুখ বন্ধ রেখে কাজের মাধ্যমে সব সমালোচনার জবাব দিয়েছিলেন। একনায়কতন্ত্র নয়, সবাইকে নিয়ে চলায় বিশ্বাসী ছিলেন তিনি। সংসদে ওঁনার সঙ্গে সুষমা স্বরাজের বহু বাকবিতণ্ডা হতো, কিন্তু তার মধ্যেও বজায় থাকত নম্রতা, শালীনতা।’
ইনস্টা স্টোরিতে মনমোহন সিংয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘একজন অসাধারণ নেতা ও একজন অসাধারণ মানুষ ছিলেন। ওঁর পরিবারকে আমার সমবেদনা জানাই।’ শোকাহত অভিনেত্রী কিরণ খেরও। তাঁর কথায়, ‘ভারতীয় অর্থনীতির উদারীকরণের ক্ষেত্রে মনমোহন সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’ অভিনেতা তথা বিজেপি নেতা শেখর সুমন মনমোহন সিংকে দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন। বাবা বিলাসরাও দেশমুখের সঙ্গে মনমোহন সিংয়ের একটি ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন অভিনেতা রীতেশ দেশমুখ। শোকপ্রকাশ করে টুইট করেন মনোজ বাজপেয়ি, সানি দেওল সহ বহু বলি তারকা।