Bartaman Patrika
দেশ
 

সটান ইঞ্জিনের উপরে উঠে পড়লেন আন্দোলনকারীরা
কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে কৃষকদের রেল
রোকোয় বিঘ্ন ট্রেন চলাচলে, রাজ্যে রাজ্যে দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোথাও সটান ইঞ্জিনের উপর উঠে পড়লেন আন্দোলনকারী কৃষকরা। কোথাও আবার আড়াআড়ি শুয়ে পড়লেন রেললাইন জুড়ে। বহু জায়গাতেই বিভিন্ন কৃষক সংগঠনের পতাকা মাটিতে গেঁথে রেললাইনের উপর বসে পড়লেন হাজার হাজার বিক্ষোভরত কৃষক। লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর গ্রেপ্তারি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁকে বরখাস্তের দাবিতে সোমবার আন্দোলনকারী কৃষকদের রেল রোকো কর্মসূচিতে দেশব্যাপী বিপর্যস্ত হল ট্রেন চলাচল। বাতিল করে দেওয়া হল বহু ট্রেন। বেশ কিছু দুরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করে দিতে বাধ্য হল রেল কর্তৃপক্ষ। এমনকী শর্ট টার্মিনেট করে নির্ধারিত গন্তব্যের আগেই যাত্রা শেষ করে দেওয়া হল একাধিক ট্রেনের। যার জেরে দিনভর চরম ভোগান্তির শিকার হতে হল ট্রেন যাত্রীদের একটি বড় অংশকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য হরিয়ানার একাধিক স্টেশনে নামানো হল র‌্যাফ। পাশাপাশি বিভিন্ন রেল স্টেশনে দফায় দফায় টহল দিলেন আরপিএফ, জিআরপির আধিকারিকরা। সোমবারের কর্মসূচির শুরুতেই বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে, ‘রেল রোকো অভিযান থেকে সরে আসার জন্য হুমকি দিচ্ছে পুলিস-প্রশাসন।’
নর্দার্ন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, ‘সোমবার বেলা ২টো পর্যন্ত রেল রোকো কর্মসূচির জেরে ১৫০টি স্থানে অন্তত ৬০টি দূরপাল্লার ট্রেন চলাচলের উপর প্রভাব পড়েছে। স্বল্প দূরত্বের ২৫টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করতে হয়েছে। নিউদিল্লি-কালকা শতাব্দী এক্সপ্রেসকে আম্বালায় শর্ট টার্মিনেট করা হয়েছে।’ এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রেল রোকো অভিযানে শামিল হন কৃষকরা। কর্মসূচি শেষে সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘২৯০টিরও বেশি ট্রেন চলাচলে প্রভাব পড়েছে কৃষকদের আন্দোলনের জেরে। ৪০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।’ মোর্চার অভিযোগ, ‘শান্তিপূর্ণভাবে আন্দোলনে শামিল হলেও উত্তরপ্রদেশে অনেক কৃষক নেতাকে আটক করা হয়েছে। মধ্যপ্রদেশ, হায়দরাবাদের একাধিক জায়গায় আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে পুলিস।’
সংযুক্ত কিষান মোর্চার দাবি, ‘পুলিসি বাধা সত্ত্বেও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছেন কৃষকরা।’ আন্দোলনকারীদের দাবি, ‘লখিমপুর কাণ্ডের নৈতিক দায় নিক মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে কেন্দ্র অন্তত এটুকু নিশ্চিত করুক যে, লখিমপুর কাণ্ডের তদন্তকে কোনওভাবেই প্রভাবিত করা হচ্ছে না।’ একইসঙ্গে এদিন মোদি সরকারকে ফের হুঁশিয়ারি দিয়ে সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, ‘যদি দাবি মানা না হয়, তাহলে আরও শক্তিশালী আন্দোলনের পথেই হাঁটবেন কৃষকরা।’ সারা ভারত কিষান সভার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে মোদি সরকার। সোমবারের রেল রোকো কেন্দ্রের কাছে একটি সতর্কবার্তা। তারা যেন তা মাথায় রাখে।’ ভারতীয় কিষান ইউনিয়নের সর্বভারতীয় শীর্ষ নেতা রাকেশ টিকায়েতের অভিযোগ, ‘কেন্দ্র শুধুমাত্র হুমকি-হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলার কোনওরকম উদ্যোগ নিচ্ছে না।’ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য্যের কটাক্ষ, ‘এটি কোনও কৃষক আন্দোলন হচ্ছে না। নির্বাচনী আন্দোলন হচ্ছে।’ যদিও এই পরিপ্রেক্ষিতেই কৃষকদের সঙ্গে মধ্যস্থতা চালানোর বার্তা দিয়েছেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। কার্যত আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েই তিনি বলেছেন, ‘কৃষকদের কথায় কর্ণপাত না করলে বিজেপির পক্ষে ক্ষমতায় ফেরা মুশকিল। অজয় মিশ্র টেনিরও আর মন্ত্রিত্বে থাকা উচিত নয়।’

এবার দূরদর্শন দেখতেও নিতে
হবে কেবল বা ডিশ টিভি

অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে দূরদর্শন দেখার দিন পুরোপুরি শেষ হতে চলেছে। ডিডি চ্যানেলগুলি দেখার জন্য এবার শরণ নিতে হবে কেবল বা ডিটিএইচ সংযোগের। অন্তত তেমনই আশঙ্কা দেখা দিয়েছে প্রসার ভারতীর সাম্প্রতিক সিদ্ধান্তে। বিশদ

উপত্যকায় হত্যালীলার কিংপিন ছোটা ওয়ালিদ
কাশ্মীরে পাক জঙ্গিদের নয়া টার্গেট নিরীহ মানুষ

কৌশল বদলেছে জঙ্গিরা, নয়া ছক নিয়েছে পাকিস্তান। কাশ্মীরে গত একমাস ধরে জঙ্গি নিশানায় শুধুই নিরীহ নাগরিক। আর এই হত্যালীলার মূল হোতা পাক অধিকৃত মুজফফরাবাদ থেকে আসা এক জঙ্গি—ছোটা ওয়ালিদ। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট, গত সেপ্টেম্বর মাসের গোড়ায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকেছে এই ‘প্রবীণ’ জঙ্গি। বিশদ

আরিয়ান মামলা: এনসিবির সাক্ষী
কিরণের নামে নতুন এফআইআর
রিয়ার সঙ্গে মিল শাহরুখ-পুত্রের

শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তার হওয়া মাদক কাণ্ডে নয়া মোড়। নিরপেক্ষ সাক্ষী কিরণ গোসাবির বিরুদ্ধে আরও একটি প্রতারণা ও জালিয়াতির মামলা রুজু হল। এর ফলে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের সংখ্যা বেড়ে হল চার। শাহরুখ-পুত্র ছাড়াও এই ঘটনায় আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। বিশদ

 কেরলে বন্যা: রেড অ্যালার্ট জারি
জলাধারগুলিতে, মৃতের সংখ্যা বেড়ে ২৭
 
​​​​​​​

ফুলে ফেঁপে উঠছে প্রতিটি জলাধার। ফুঁসছে পম্পাসহ একাধিক নদী। ভূমিধস অব্যাহত পাহাড়ি এলাকায়। বাড়ছে মৃত ও নিখোঁজের সংখ্যা। দীর্ঘতর হচ্ছে আশ্রয়হীনদের তালিকাও। একাধিক গ্রাম-শহর জলের তলায়। কোট্টায়াম জেলায় একটি বাড়ি ধসে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। বিশদ

এবার শিষ্যকে খুনের মামলায়
রাম রহিমের যাবজ্জীবন সাজা

শিষ্য খুনের মামলায় হরিয়ানার স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিবিআইয়ের বিশেষ আদালত। অন্য সাজাপ্রাপ্তরা হল কৃষান লাল, জসবীর সিং, অবতার সিং ও সবদিল সিং। কারাদণ্ড ছাড়াও তাদের মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। বিশদ

রান্না করার গামলায় চেপে জলমগ্ন মন্দিরে,
বিয়ে করলেন কেরলের যুবক-যুবতী

প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে জীবনের লড়াই। একদিকে, নতুন জীবন গড়ার। অন্যদিকে, জীবনকে বাঁচিয়ে রাখার। বন্যা-বিধ্বস্ত কেরলের দুই প্রান্তের এই দুই ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। এহেন বিষম লড়াইয়ে বিজয়ীদের কুর্নিশ জানাতে কার্পন্যও করছেন না কেউই। 
বিশদ

মধ্যপ্রদেশে বেপরোয়া গাড়ির
ধাক্কায় মৃত ৩, গুরুতর জখম ১

গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিনজনের। গুরুতর জখম হয়েছেন আরও একজন। তাঁরা প্রত্যেকেই ভিস্তারা গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। সোমবার পুলিস জানিয়েছে, ঝুকেহি গ্রামে এক অনুষ্ঠান থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন চারজন।
বিশদ

জলন্ধরে হিট-অ্যান্ড-রান 
দুই মহিলাকে পিষে দিলেন
পুলিস ইনসপেক্টর, মৃত ১

পাঞ্জাবের জলন্ধরে হিট-অ্যান্ড-রান। অভিযুক্ত এক পুলিস ইনসপেক্টর। দ্রুত গতিতে গাড়ি ছুটিয়ে দুই মহিলাকে পিষে দিলেন তিনি। তাঁদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। বিশদ

থমথমে কাশ্মীর, ভূস্বর্গ ছাড়ার
হিড়িক পরিযায়ী শ্রমিকদের
বিহারি হত্যার দায় নিল ইউএলএফ

বেছে বেছে অকাশ্মীরিদের হত্যা। তার জেরে থমথমে গোটা উপত্যকা। প্রাণ বাঁচাতে ভূস্বর্গ ছাড়তে শুরু করেছেন ভিন রাজ্যের বাসিন্দারা। সেইমতো সোমবার শ্রীনগর রেল স্টেশনে পরিযায়ী শ্রমিকের ভিড় উপচে পড়ল। একই চিত্র দেখা গিয়েছে শ্রীনগরের ট্যুরিস্ট রিসেপশন সেন্টারে। বিশদ

টিকাকরণের ১০০ কোটির মাইলফলক
ছুঁতে বিলম্ব, অস্বস্তিতে মোদি সরকার
রাজ্যগুলির হাতে এখনও ১০ কোটি ডোজ

বড় মাপের সেলিব্রেশনের জন্য তৈরি মোদি সরকার। টার্গেট ছুঁলেই রাজধানীর ঐতিহ্যশালী দুই বিল্ডিং নর্থ এবং সাউথ ব্লকে উড়বে বিজয় কেতন। ঘোষণা হবে রেলস্টেশন, মেট্রো, বিমানবন্দর, সমুদ্র বন্দরে। ফুলের পাপড়ি ঝরে পড়বে স্বাস্থ্যকর্মীদের উপর। বিশদ

সপা বিধায়ককে দলে টেনে ডেপুটি স্পিকার
করল বিজেপি, বিতর্ক উত্তরপ্রদেশে

বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়ল যোগী সরকার। প্রথা মেনে পদটি ছাড়া থাকে বিধানসভার মুখ্য বিরোধীদের জন্য। কিন্তু কৌশলে সেই পদে বিজেপিতে যোগ দেওয়া সমাজবাদী পার্টি বিধায়ক নীতিন আগরওয়ালকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। বিশদ

স্কুল সিলেবাসে ঢুকছে ত্রিপুরার 
মুখ্যমন্ত্রীর বই? জোর জল্পনা
বিতর্কে বিজেপি-তৃণমৃল

বিজেপি শাসিত রাজ্যে এবার কি স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত হতে চলেছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের লেখা বই? যা নিয়ে বিস্তর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। বিজেপি বলছে, এই বই থেকে অনেক তথ্য পাওয়া যাবে। পাল্টা তৃণমূলের বক্তব্য, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। বিশদ

উত্তরপ্রদেশের আদালতে গুলি
করে আইনজীবীকে খুন, চাঞ্চল্য

সেপ্টেম্বরেই এজলাসের মধ্যে ভয়াবহ শ্যুটআউটের সাক্ষী থেকেছিল রাজধানী দিল্লি। বিপক্ষ শিবিরের দুষ্কৃতীরা আইনজীবীর পোশাকে রোহিনী আদালতে ঢুকে গুলি করে মেরেছিল গ্যাংস্টার জিতেন্দ্র মান ‘গোগী’কে। দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল সেই ঘটনা। বিশদ

বিমানের জ্বালানির চেয়ে পেট্রল দামী,
মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের
এ তো দিনে ডাকাতি, তোপ তৃণমূলের

দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটার ১০৫ টাকা ৮৪ পয়সা। মুম্বইতে ১১১ টাকা ৭৭ পয়সা। কলকাতায় দাম ১০৬ টাকা ৪৩ পয়সা। ভোপালে ১১৪ টাকা ৪৫ পয়সা। অন্যান্য মহানগরেও ক্রমশ বাড়ছে পেট্রলের দাম। একইভাবে ডিজেল, রান্নার গ্যাস, এমনকী বিমানের জ্বালানির চেয়েও দামী হয়েছে পেট্রল। বিশদ

Pages: 12345

একনজরে
‘বর্তমান’-এর প্রাক্তন কর্মী গণেশচন্দ্র দাস প্রয়াত। বেলঘরিয়ার বাসিন্দা গণেশবাবু গত ১০ অক্টোবর বেলা ১টা ২০ মিনিট নাগাদ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ...

এটিকে মোহন বাগানের নতুন সহকারী কোচ হচ্ছেন বাস্তব রায়। সঞ্জয় সেন টানা পাঁচ মাস জৈব বলয়ে থাকতে চাইছেন না বলেই তাঁকে দায়িত্ব দেওয়া হল। যুব উন্নয়নের দায়িত্বে রাখা হচ্ছে সঞ্জয় সেনকে। ...

সাইকেল চোর সন্দেহে বছর বত্রিশের এক হাইস্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল ইংলিশবাজার পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর তৃণমূল কংগ্রেসের পরিতোষ চৌধুরী ওরফে সেভেন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ...

ক্ষমতা থেকে বিদায় নেওয়ার বছর থেকেই সিপিএম তথা বামেদের জনসমর্থনের গ্রাফ ক্রমশ নিম্নগামী হয়েছে। একের পর এক ভোটে তাদের প্রতি মানুষের সমর্থন প্রায় তলানিতে এসে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে বাধা থাকলেও অগ্রগতি হবে। ব্যবসায় লাভ হবে সর্বাধিক। অর্থাগম যোগটি শুভ। কর্মক্ষেত্রে এবং রাজনীতিতে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৩৮৬: জার্মানীর সর্বাপেক্ষা প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
১৮৬৯: স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার জন্ম
১৮৮৮: রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন
১৯০৩:বিশিষ্ট সুরকার তথা সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়ালের জন্ম
১৯২৪: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম
১৯৫৬: বলিউড তারকা সানি দেওলের জন্ম
২০০৫: বাগদাদে শুরু হয় সাদ্দাম হুসেনের বিচার প্রক্রিয়া



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৬০ টাকা ৭৬.৯২ টাকা
পাউন্ড ১০০.৯৮ টাকা ১০৫.৮৩ টাকা
ইউরো ৮৫.১৫ টাকা ৮৯.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

দিনপঞ্জি----------------------

দৃকসিদ্ধ: ২ কার্তিক, ১৪২৮, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১। চর্তুদ্দশী ৩৩/৩৩ রাত্রি ৭/৪। উত্তরভাদ্রপদ নক্ষত্র ১৬/২৫ দিবা ১২/১২। সূর্যোদয় ৫/৩৮/১৪, সূর্যাস্ত ৫/৫/২। অমৃতযোগ দিবা ৬/২৪ মধ্যে পুনঃ ৭/১০ গতে ১০/৫৯ মধ্যে। রাত্রি ৭/৩৭ গতে ৮/২৭ মধ্যে পুনঃ ৯/১৬ গতে ১১/৪৭ মধ্যে পুনঃ ১/২৭ গতে ৩/৭ মধ্যে পুনঃ ৪/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৩৭ মধ্যে। বারবেলা ৭/৪ গতে ৮/৩০ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/১৩ মধ্যে। কালরাত্রি ৬/৩৯ গতে ৮/১৩ মধ্যে। 
১ কার্তিক, ১৪২৮, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১। চর্তুদ্দশী রাত্রি ৬/৪৫। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ১/৮। সূর্যোদয় ৫/৩৯, সূর্যাস্ত ৫/৬। অমৃতযোগ দিবা ৬/৩৩ মধ্যে ও ৭/১৭ গতে ১০/৫৮ মধ্যে এবং রাত্রি ৭/২৭ গতে ৮/১৯ মধ্যে ও ৯/১৯ গতে ১১/৪৬ মধ্যে ও ১/৩০ গতে ৩/১৩ মধ্যে ও ৪/৫৭ গতে ৫/৪০ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/২৭ মধ্যে। বারবেলা ৭/৫ গতে ৮/৩১ মধ্যে ও ১২/৪৮ গতে ২/১৪ মধ্যে। কালরাত্রি ৬/৪০ গতে ৮/১৪ মধ্যে।
১২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের ৪০ শতাংশ টিকিট দেবে কংগ্রেস
আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের ৪০ শতাংশ টিকিট দেবে কংগ্রেস। ...বিশদ

03:35:25 PM

ভারত-পাক ম্যাচের আগে একসঙ্গে দুই কোচ
রবিবার মরুশহরে আয়োজিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত-পাক ম্যাচ শুরু হওয়ার ...বিশদ

03:13:30 PM

বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশ থেকে ছিটকে গেলেন ফেডেরার
লন টেনিসের অন্যতম কিংবদন্তি রজার ফেডেরোর। এখনও পর্যন্ত ২০টি গ্র্যান্ড ...বিশদ

02:51:17 PM

সাপের কামড়ে মৃত্যু গৃহবধূর
ঘরে ঘুমানোর সময় সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। গুসকরা ...বিশদ

02:44:10 PM

নৈনিতালের লেকের জল উপচে পড়ছে রাস্তায়
একটানা বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের নৈনিতালে লেকের জল উপচে পড়ছে রাস্তায়। ...বিশদ

02:13:39 PM

হলদিয়ার এলপিজি বটলিং প্ল্যান্টে জখম শ্রমিকের সঙ্গে দেখা করলেন তাপস মাইতি
হলদিয়ার এলপিজি বটলিং প্ল্যান্টে দুর্ঘটনায় গুরুতর জখম শ্রমিকের সঙ্গে মঙ্গলবার ...বিশদ

02:09:58 PM