নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘৫৬ ইঞ্চি’ বুকের ছাতির গুণগান করে বেড়ায় তাঁর সমর্থককূল। বুধবার বণিকসভার এক অনুষ্ঠানে নাম না করে সেই স্তুতিকেই খোঁচা দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শিল্পমহলের কাছে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতি করার জন্য ৫৬ ইঞ্চি ছাতির প্রয়োজন নেই। পুঁজি ঢেলে ব্যবসা করার জন্য প্রকৃতই ৫৬ ইঞ্চি ছাতির প্রয়োজন। কারণ, ব্যবসা করার জন্য সাহস লাগে। দক্ষতার প্রয়োজন হয়। আত্মবিশ্বাসের দরকার হয়। যাঁরা সফল ব্যবসায়ী, তাঁরা এসব গুণের অধিকারী।’ নিজের প্রসঙ্গ টেনে ফিরহাদ বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে এক সময় ব্যবসা শুরু করেছিলাম। পরবর্তী সময়ে রাজনীতিতে যোগ দেওয়ার পর ব্যবসা সেভাবে বাড়েনি। কিন্তু আমার যে বন্ধুরা অল্প পুঁজিতে ছোট পরিসরে ব্যবসা শুরু করেছিলেন, তাঁরাই এখন সফল উদ্যোগপতি হয়েছেন।’ বাম জমানার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এক সময় পশ্চিমবঙ্গ লাল ঝান্ডা আর বন্ধের রাজ্য হয়ে উঠেছিল। তারা কম্পিউটার আনারও বিরোধিতা করেছিল। সেই দিন কাটিয়ে উঠেছে বাংলা। বিনিয়োগকারীরা এখন এ রাজ্যে লগ্নির জন্য আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। এখন বাংলায় কোনও শ্রমদিবস নষ্ট হয় না।’
রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বসানোর কাজ এগলেও, কলকাতার উপকণ্ঠে সেই কাজ থমকে আছে। এরাজ্যে লাইন পাতার দায়িত্ব রয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানির উপর। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘ওই পাইপলাইন বসানোর ক্ষেত্রে আমরা সব প্রশাসনিক ছাড়পত্র দিয়েছি। তারপরও যদি কোনও সমস্যা হয়, সহযোগিতা করব। প্রয়োজনে অন্য দপ্তরের সঙ্গেও কথা বলব।’