শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
সরাসরি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে (এজি) ডেকে পাঠিয়ে বিচারপতি বসু বলেন, ‘এরাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু করা দরকার। কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না? সেখানকার পুরো মেকানিজম রাজ্যের দেখা উচিত।’
বিচারপতির আরও মন্তব্য, ‘সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না। রাজ্য সরকার অন্যান্য বিলের মতোই সিদ্ধান্ত নিতে পারে এক্ষেত্রে। কেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছেন না? বিলের মধ্য দিয়ে রাজ্য বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারে!’
রাজ্যের উদ্দেশে বিচারপতি আরও প্রশ্ন, ‘অভিযোগ না এলেও কেন এনসিটিইর গাইডলাইন অনুযায়ী শিক্ষকদের শিক্ষার দিকটি দেখা হবে না? রাজ্যের নয় বলে আমরা টাকা দিইনি, তাই তাঁদের উপর নিয়ন্ত্রণ নেই! কিন্তু রাজ্য তো চোখ বন্ধ করে থাকতে পারে না!’ এরপরই অযথা ফি বৃদ্ধি নিয়ে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘অনেক স্কুলে ঘোড়া বা উটের দৌড় শেখানো হলেও একটা বেসিক ফি রাখা করা উচিত। অনেক স্কুলে এটা বাড়তি আয়ের জায়গা।’ উত্তরে এজি বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী শুক্রবার এই বিষয়ে রাজ্যের অবস্থান জানানো হবে।’