শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
বুধবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রমেঘের সঞ্চার হতে শুরু করে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে শিলাবৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে শিলাবৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তরের কাছে রিপোর্ট এসেছে। আবহাওয়া অধিকর্তা এইচ আর বিশ্বাস জানান, শীত বিদায়ের পর বসন্তকালে ফেব্রুয়ারি-মার্চ মাসে বজ্রগর্ভ মেঘ থেকে শিলাবৃষ্টি হওয়ার প্রবণতা বেশি থাকে। বজ্রমেঘের মধ্যেকার বায়ুর গতিবেগ বেশি হয়। তার সঙ্গে শীতল ও উষ্ণ বাতাসের মিশ্রণ হয় যেসব স্থানে, শিলাবৃষ্টির অনূকূল পরিস্থিতি তৈরি হয় সেখানেই। বৃহস্পতিবার ভোর থেকে রাত পর্যন্ত পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রমেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে এই সপ্তাহেই।