শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
‘২০৪৭-এ ভারত হবে একটি ‘জল সুরক্ষিত দেশ’। এই লক্ষ্যে হওয়া এই সম্মেলনে সারা দেশের প্রতিনিধিদের সামনে এই ক্ষেত্রে বাংলার সাফ্যলের কথা তুলে ধরতে গিয়ে, পুলকবাবু জানিয়েছেন, ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের মাধ্যমে বৃষ্টির জল ধরে রেখে মূল্যবান জলসম্পদ উন্নয়ন সুনিশ্চিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রাজ্য সরকারের ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে কীভাবে রাজ্যের পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে শুখা মাটিতেও কৃষিকাজ সুনিশ্চিত করা হয়েছে তাও এই সম্মেলনে তুলে ধরেন মন্ত্রী। এই প্রকল্পেও জল সংরক্ষণ সংক্রান্ত একাধিক কর্মসূচি রাখা হয়েছিল বলেও তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নজরদারিতে একাধিক দপ্তরের সমন্বয়ে এই প্রকল্প সফল হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে বলেই উঠে এসেছে একাধিক রিপোর্টে। সেই ক্ষেত্রে রাজ্যের এই সমস্ত পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আবার জল সরবারহের সময় এবং ধূসর জল ব্যাবস্থাপনার কারণে জল নষ্ট হওয়া ঠেকানোর প্রয়োজনীয়তার কথাও বলেন পুলকবাবু। সম্মেলনে পানীয় জল নষ্ট হওয়া ঠেকাতে প্রয়োজনীয় আইনের কথাও তিনি উত্থাপন করেন।