Bartaman Patrika
রাজ্য
 
 

 আকাশে মেঘের ঘনঘটা। হাওড়ার সাঁকরাইলে জলার ধারে তোলা নিজস্ব চিত্র।

বিধায়কের ঝুলন্ত দেহ ঘিরে
রহস্য, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বালিয়া মোড় বাজারের একটি মোবাইলের দোকানের বারান্দায় টালির ছাউনির বাঁশ থেকে ঝুলছে দেহ। পরনে সাদা ফুলহাতা শার্ট, নীল লুঙ্গি। গলায় ফাঁসের সঙ্গে বাঁ হাতটাও দড়ি দিয়ে বাঁধা। ভোরের আলো সবে ফুটেছে। সেই আলোয় গলায় ফাঁস লাগা হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে চিনতে ভুল হয়নি গ্রামবাসীদের। সোমবার বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক রহস্য দানা বেঁধেছে। দেবেন্দ্রনাথবাবুর বাড়ি থেকে বালিয়া মোড় যাওয়ার রাস্তাজুড়ে জল কাদা। কিন্তু মৃতদেহের পায়ে চটি-জুতো বা কোনও কাদার লেশমাত্র না থাকায় উঠে আসছে বিভিন্ন প্রশ্ন। তার উপর দেখা গিয়েছে, দোকানের বারান্দায় একটি কংক্রিটের বেদি রয়েছে। সেই বেদি থেকে মৃতদেহের পায়ের দূরত্ব এক ফুটেরও কম। যদিও পুলিসের দাবি, বিধায়কের জামার পকেট থেকে একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে তাঁর মৃত্যুর জন্য দু’জনকে দায়ী করা হয়েছে। টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁদের সঙ্গে বিধায়কের পুরনো বিবাদ রয়েছে। যদিও খুনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার ও বিজেপি। প্রাথমিক তদন্তে বহু প্রশ্ন ঘুরপাক খেয়েছে দিনভর। যার উত্তর খুঁজতে ১২ ঘণ্টার মধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। আর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গজুড়ে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি।
২০১৬ সালে বিধানসভা ভোটে সিপিএমের টিকিটে জয়ী হন দেবেন্দ্রনাথ। গত লোকসভা নির্বাচনের পর দিল্লিতে গিয়ে যোগ দেন বিজেপিতে। লকডাউনের জন্য গত তিন মাস বালিয়া গ্রামের আদি বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকছিলেন তিনি। জানা গিয়েছে, রবিবার রাত ১টা নাগাদ তিনি ঘুমোতে যান। স্ত্রী ও মেয়ে ছিলেন পাশের ঘরে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ গ্রামের লোকজন এসে স্ত্রীকে খবর দেয়, বাজারে বিধায়কের ঝুলন্ত মৃতদেহ দেখা গিয়েছে। বিধায়কের স্ত্রী চাদিমা রায়ের অভিযোগ, ‘টাকার জন্য স্বামীকে খুন করা হয়েছে। রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার সন্দেহ স্বামীকে কেউ তুলে নিয়ে গিয়ে খুন করেছে।’ রায়গঞ্জ পুলিস জেলার এসপি সুমিত কুমার অবশ্য বলেন, বিধায়কের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে দু’জনের নাম রয়েছে। তদন্ত চলছে।
বিধায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী সমর্থকরা ঠাকুরবাড়ি-বিন্দোল রাস্তা অবরোধ করেন। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দলের বিধায়ককে খুন করেছে।’ অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল।
এই ঘটনায় রাজ্যের বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিধায়ককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। দলীয় বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে এদিন কলকাতার বিজেপি পার্টি অফিস থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল বের হয়। সিবিআই তদন্তের দাবি তুলেছেন দিলীপবাবু। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘সিবিআইয়ের থেকে অনেক বেশি কেস সমাধান করেছে আমাদের পুলিস। পুলিস গোটা ঘটনার তদন্ত করছে। বিজেপির কাজ হল লাশ ধরার রাজনীতি।’
বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত চেয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বিশ্বাস, রাজ্য সরকার সঠিক পথেই এই ঘটনার তদন্ত করবে। এদিকে, বিজেপির পাশাপাশি কংগ্রেস ও বামেরাও এই ঘটনাকে খুন বলেই মনে করছে। বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী একসুরেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং সিবিআই তদন্ত দাবি করেছেন।

স্টেপলারের পিন দিয়ে ২১৭০ ফুটের
চেন, গিনেস বুকে নাম কলেজ পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: স্টেপলারের পিন দিয়ে ২১৭০ ফুটের চেন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন দুবরাজপুরের কলেজ পড়ুয়া। সম্প্রতি সেই রেকর্ড সংক্রান্ত সার্টিফিকেট দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের ছোট শালুঞ্চিতে মিনহাজুল মণ্ডলের বাড়ির ঠিকানায় এসে পৌঁছেছে।
বিশদ

পেট্রল-ডিজেলের সঙ্গে পাল্লা
দিয়ে নিত্যপণ্য আকাশছোঁয়া
স্বীকার কেন্দ্রের রিপোর্টে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যা আশঙ্কা করা হয়েছিল, সেটাই প্রতিফলিত হয়েছে সরকারের রিপোর্টে। পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নিত্যপণ্যের দাম গত এক মাসে এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। সোমবার কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প প্রয়োগ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে উপভোক্তা মূল্য সূচকের তথ্য।
বিশদ

 সিপিএম, তৃণমূল ছেড়ে আসানসোলের
‘ডন’ এখন গেরুয়া শিবিরের বড় ভরসা

 সুমন তেওয়ারি, আসানসোল: সিপিএম, তৃণমূলের ঘর ঘুরে একদা শিল্পাঞ্চলের ‘ডন’ এখন গেরুয়া শিবিরে। রবীন্দ্রনগরের ‘রবিনহুড’। একাধিক খুন ও অস্ত্র মামলায় অভিযুক্ত। সিপিএম জমানায় ‘বাহুবলী’র তকমা জুটেছিল। তাঁকে ব্যবহার করেছিল তৃণমূলও। নিজের সাম্রাজ্য বিস্তারে প্রায় সবসময়ই সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়েছেন। একটা সময় আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁকে ঘিরে রাখত তাঁর ‘প্রাইভেট সিকিউরিটি’।
বিশদ

বন্দিদের তৈরি সর্ষের তেল বাজারে
বিক্রি করার পরিকল্পনা কারাদপ্তরের

 সুকান্ত বসু, কলকাতা: জেলবন্দিদের হাতে তৈরি সর্ষের তেল এবার বিক্রি হবে খোলাবাজারে। সেই মতো পরিকল্পনা করছে কারা দপ্তর। লকডাউনের সময় দমদম জেলে বসেই সর্ষের তেল উৎপাদন করেছেন বন্দিরা।
বিশদ

রাখি তৈরিতে চীনকে
বয়কটের ডাক

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই রাখি পূর্ণিমা। গোটা দেশে রাখি উৎসবে মোট ছ’হাজার কোটি টাকার বিক্রিবাটা হয়। এরমধ্যে চীন থেকে আসা রাখি বা রাখি তৈরির উপকরণের ব্যবসা হয় প্রায় চার হাজার কোটি টাকার। এই তথ্য দিয়েছে দি কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।
বিশদ

ভূত ও ভীতির তত্ত্ব খতিয়ে দেখছে
পুলিস, বাড়ি থেকে বাজেয়াপ্ত দড়ি
নিউ আলিপুরে নাবালিকার রহস্য মৃত্যু

  নিজস্ব প্রতিনিধি,কলকাতা: নিউ আলিপুরে নাবালিকা ছাত্রীর ‘অস্বাভাবিক’ মৃত্যুর রহস্য কাটল না সোমবারও। বাড়ির লোকেদের জেরা করেও তেমন কোনও সূত্র মেলেনি। দফায় দফায় জেরা করা হয় ছাত্রীর মা সান্ত্বনা ভট্টাচার্য ও তাঁর ‘বয়ফ্রেন্ড’ অভিজিৎ নাগকেও। বিশদ

২৮ আগস্ট প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে
চিন্তাভাবনা শুরু দুই ছাত্র পরিষদ শিবিরে
ভার্চুয়াল, না সমাবেশ

 রাহুল চক্রবর্তী, কলকাতা: প্রতি বছরই ২৮ আগস্ট প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল ছাত্র পরিষদ। একই দিনে কংগ্রেসের শাখা সংগঠন ছাত্র পরিষদেরও প্রতিষ্ঠা দিবস পালন হয়। করোনা আবহে এবার কীভাবে দুই সংগঠন কর্মসূচি পালন করবে, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন ছাত্র নেতারা।
বিশদ

উত্তর ২৪ পরগনা: রেশন-দুর্নীতি নিয়ে কঠোর
ব্যবস্থা গ্রহণে লাইসেন্স ছাড়তে চান বহু ডিলার

  নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ কমলেও অনিয়ম আটকাতে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে এখনও অভিযান চালাচ্ছে খাদ্যদপ্তর। গত তিন মাসে জেলার চার মহকুমায় দুর্নীতিগ্রস্ত একাধিক রেশন ডিলারকে প্রায় ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিশদ

বিধায়ক তহবিলের টাকায় কেনা
অ্যাম্বুলেন্সের ইঞ্জিন
বিক্রির অভিযোগ, চাঞ্চল্য

  নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিজেপি বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্সের ইঞ্জিন চুরির অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাগদায়। পুলিস মুকুল সরকার নামের এক গ্যারাজ মালিককে গ্রেপ্তার করেছে। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বিশদ

করোনা মোকাবিলা ও স্বচ্ছতার লক্ষ্যে
এবার ই-অফিস চালু করছে পুরদপ্তর

  নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: করোনা পরিস্থিতি মোকাবিলা ও স্বচ্ছতাকে নজরে রেখে ই-অফিস চালু করছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। ইন্টারনেট ব্যবহার করে যাবতীয় ফা‌ইল আদানপ্রদান করা হবে ওই ই-অফিসে। এতে একদিকে যেমন প্রত্যক্ষ যোগাযোগ এড়ানো যাবে, তেমনই সরকারি কাজে স্বচ্ছতাও থাকবে।
বিশদ

রবি ঠাকুরের কবিতা দিয়ে কর্মসংস্কৃতি
ফেরাতে চাইছে মানবাধিকার কমিশন

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মী-অফিসাদের ছুটি সংস্কৃতিতে বীতশ্রদ্ধ রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গিরিশচন্দ্র গুপ্ত। কর্মচারীদের বার্তা দিতে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন প্রধান বিচারপতি। বিশদ

পরীক্ষা নিয়ে রাজ্যের সঙ্গে সহমত
ধনকার, কেন্দ্রকে বোঝানোর আশ্বাস

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের অবস্থানের সঙ্গে সহমত পোষণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। সোমবার শিক্ষাসচিব মনীশ জৈনকে নিয়ে রাজভবনে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বিশদ

করোনা যোদ্ধাদের স্মৃতি রক্ষায় তৈরি
হবে কোভিড মেমোরিয়াল সেন্টার

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা যোদ্ধাদের স্মৃতি রক্ষায় তৈরি হবে মেমোরিয়াল সেন্টার। প্রশাসন সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে। যার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মোকাবিলায় রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। বিশদ

অপারগ এমবিবিএস পরীক্ষার্থীরা
ভবিষ্যতে পরীক্ষা দিতে পারবেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার শুরু এমবিবিএস-এর দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষা। বর্তমান লকডাউন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই পরীক্ষা স্থগিত রাখার জন্য অন্তত ১০ জন পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
বিশদ

Pages: 12345

একনজরে
  নিউ ইয়র্ক: পোশাকি নাম ‘কোভিড পার্টি’। আদতে মারণ ভাইরাসকে কেন্দ্র করে জুয়াখেলার ফাঁদ। কোভিড আক্রান্ত ব্যক্তির বাড়িতে বসবে সেই আসর। ভিড় জমাবে তরুণ-তরুণীর দল। তারপর যে বা যারা ভাইরাসের আঁচ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে। ...

 সুজিত ভৌমিক, কলকাতা: উম-পুনের জেরে মহানগরীতে কলকাতা পুলিসের নব্বই শতাংশ সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের পর দেখতে দেখতে প্রায় দু’মাস কাটতে চলেছে। ...

 ভদোদরা: ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লুজ’এর বিরুদ্ধে খেলেছেন, এমন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বর্তমানে একমাত্র জীবিত দত্তাজিরাও গায়কোয়াড়। তিনি প্রাক্তন ভারতীয় ওপেনার ও কোচ অংশুমান গায়কোয়াড়ের ...

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এখনও পর্যন্ত উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে করোনায় মৃত্যুর হার সর্বাধিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এখনও পর্যন্ত উত্তরবঙ্গে করোনার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর-স্বাস্থ্যের হঠাৎ অবনতি। উচ্চশিক্ষায় বাধা। সৃষ্টিশীল কাজে উন্নতি। পারিবারিক কলহ এড়িয়ে চলুন। জ্ঞাতি বিরোধ সম্পত্তি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৪ - শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতর রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তর জন্ম
১৯১৮: সুইডেনের চিত্রপরিচালক ইঙ্গমার বার্গম্যানের জন্ম
১৯৩৬: লেখক ধনগোপাল মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৭: শ্রীলঙ্কান ক্রিকেটার ও রাজনীতিবিদ হাসান তিলকরত্নের জন্ম
১৯৭১: মডেল মধু সাপ্রের জন্ম
১৯৭৫: সুরকার মদন মোহনের মূত্যু
২০০৩: অভিনেত্রী লীলা চিটনিসের মূত্যু
২০০৮: বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের মূত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৯ টাকা ৭৬.১০ টাকা
পাউন্ড ৯৩.৫৮ টাকা ৯৬.৯১ টাকা
ইউরো ৮৩.৬৯ টাকা ৮৬.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,৯৪০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৩৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,০৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
13th  July, 2020

দিন পঞ্জিকা

৩০ আষাঢ় ১৪২৭, ১৪ জুলাই ২০২০, মঙ্গলবার, নবমী ৩৮/২১ রাত্রি ৮/২৫। অশ্বিনী ২২/৩৬ দিবা ২/৭। সূর্যোদয় ৫/৪/১৬, সূর্যাস্ত ৬/২০/২৮। অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১২/৮ মধ্যে পুনঃ৩/৪১ গতে ৪/৩৪ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/৪ গতে ২/১৩ মধ্যে। বারবেলা ৬/৪৪ গতে ৮/২৩ মধ্যে পুনঃ ১/২১ গতে ৩/১ মধ্যে। কালরাত্রি ৭/৪১ গতে ৯/১ মধ্যে।
২৯ আষাঢ় ১৪২৭, ১৪ জুলাই ২০২০, মঙ্গলবার, নবমী রাত্রি ৬/৫৮।অশ্বিনী নক্ষত্র দিবা ১/৪৩। সূযোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৭/৪৪ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৪ মধ্যে ও ১২/৪ গতে ২/৫৫ মধ্যে। বারবেলা ৬/৪৪ গতে ৮/২৪ মধ্যে ও ১/২৩ গতে ৩/৩ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/৩ মধ্যে।
২২ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: সৃষ্টিশীল কাজে উন্নতি। বৃষ: কোনও সম্পদ লাভে আনন্দিত হতে পারেন। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৫৪ - শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতর রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তর ...বিশদ

07:03:20 PM

করোনা: রাজ্যে আক্রান্ত আরও ১৩৯০ জন
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯০ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:38:42 PM

করোনায় আক্রান্ত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী 
করোনায় আক্রান্ত হলেন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বর্তমানে ...বিশদ

05:54:17 PM

নোডাল অফিসার হিসেবে প্রথমবার কলকাতা পুরসভায় এলেন স্বরাষ্ট্রসচিব
নোডাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কলকাতা পুরসভায় এলেন ...বিশদ

05:18:00 PM

দেশের ৮৬ শতাংশ করোনা আক্রান্ত ১০টি রাজ্যে 
ভারতের ৮৬ শতাংশ করোনা আক্রান্ত রোগী আছেন ১০টি রাজ্য। এই ...বিশদ

05:05:45 PM