শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত ফাঁড়ি বিথারি এলাকায় চলছিল টহল। সোনা পাচার নিয়ে আগাম তথ্য ছিল বিএসএফের কাছে। হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির সময় এক ব্যক্তির দেহে ধাতুর উপস্থিতি পাওয়া যায়। কিন্তু তা দৃশ্যমান নয়। জিজ্ঞাসাবাদেও মেলেনি সদুত্তর। শেষমেশ তাকে সীমান্ত ফাঁড়ি বিথারিতে আনা হয়। সেখানে সে স্বীকার করে, বাংলাদেশ থেকে মলদ্বারে করে সোনা লুকিয়ে এনেছে সে। এরপর পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পরে, তাকে হাসপাতালে নিয়ে গেলে এক্স-রেতে মলদ্বারের গহ্বরে লুকানো সোনার বিস্কুটের সন্ধান মেলে। এরপর বিএসএফের উপস্থিতিতে মলদ্বার থেকে ১২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। এর ওজন ১.৪০৬ কেজি। আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লক্ষ ৬৩ হাজার ৪২৪ টাকা। উদ্ধার হওয়া সোনা আইন মেনে সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক এন কে পান্ডে বলেন, বিএসএফ শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক, সতর্ক জওয়ান ও আধুনিক সরঞ্জামের সাহায্যে সীমান্তে চোরাচালান এবং অবৈধ কার্যকলাপ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। চোরাকারবারিরা যতই নতুন পদ্ধতি অবলম্বন করুক না কেন, বিএসএফ তাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করতে সর্বদা প্রস্তুত। এক্ষেত্রেও সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এই বাহিনী।