কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
আলিপুরে একাধিক অভিজাত আবাসন, বাংলো রয়েছে। বহু উচ্চবিত্ত, পরিবার বসবাস করে। অভিযোগ, এলাকার কিছু কিছু রাস্তায় একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায়। আলিপুর পার্ক, প্লে পার্ক রোডের ভূগর্ভস্থ নিকাশি নালা বেশি বৃষ্টিতে জল নামাতে সক্ষম নয়। ফলে রাস্তায় জল জমে। পাইপলাইন পুরোপুরি কর্মক্ষম নয় বলে আর একটি পাইপলাইন বসানো হবে। ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও ন’নম্বর বরোর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস বলেন, ‘এটা বহুকালের সমস্যা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অবশেষে সমস্যা মেটাতে পারছি। চলতি মাসেই কাজ শুরু হবে। তাড়াতাড়ি শেষও করা হবে যাতে আগামী বর্ষায় এলাকাবাসীদের সমস্যার পড়তে না হয়।’ কলকাতা পুরসভার নিকাশি বিভাগ সূত্রে খবর, আলিপুর পার্ক প্লেস, পার্ক রোড হয়ে সেই নালা রাজা সন্তোষ রোড কানেক্টরের নীচে ভূগর্ভস্থ বড় নিকাশি নালার সঙ্গে যুক্ত হবে। এক আধিকারিক বলেন, পুরনো পাইপলাইনটি বেশি বৃষ্টিতে পুরো কাজ করতে পারে না। তাই নতুন বসানো হচ্ছে। পুরনোটিও থাকবে। দু’টিই কাজ করবে। এর ফলে তাড়াতাড়ি জল নামানো সম্ভব।