Bartaman Patrika
 

ইন্দিরা গান্ধী এসেছিলেন অ্যান্টনি কবিয়াল দেখতে 

বাংলা পেশাদারি রঙ্গমঞ্চের পীঠস্থান হাতিবাগান ও সংলগ্ন অঞ্চল। ইংল্যান্ডের থিয়েটার পাড়ার সঙ্গে একসময়ে যার তুলনা করা হতো। আজ সবই অতীত।
সেই অতীতের গল্পকথায় ড. শঙ্কর ঘোষ।

কবিগানের সেরা গায়ক ভোলা ময়রা উঠতি এক ফিরিঙ্গির কবিয়াল হওয়ার ইচ্ছাকে নস্যাৎ করার জন্য কবিগানের আসরে গাইলেন—
‘‘তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি-পারব না কো তরাতে
শোন্‌ রে ভ্রষ্ট, বলি স্পষ্ট, তুই রে নষ্ট, মহা দুষ্ট।
তোর কী ইষ্ট, কালী কেষ্ট? ভজগে যা তুই, যীশু খ্রিস্ট
শ্রীরামপুরের গির্জেতে।’’
দমবার পাত্র নন সেই ফিরিঙ্গি কবি; তিনি প্রত্যুত্তরে গেয়ে উঠলেন—
‘খ্রিস্টে আর কৃষ্টে কিছু প্রভেদ নাই রে ভাই
শুধু নামের ফেরে মানুষ ফেরে এও তো কোথা শুনি নাই।’
সেই ফিরিঙ্গি আর কেউ নন। তিনি হলেন অ্যান্টনী ফিরিঙ্গি। কবিয়াল হিসাবে সর্বদা তাঁকে প্রেরণা জুগিয়েছেন তাঁর স্ত্রী সৌদামিনী। এই নিয়ে জমজমাট নাটক ‘অ্যান্টনী কবিয়াল’। রচনা বিধায়ক ভট্টাচার্যের। প্রধান তিনটি চরিত্রের শিল্পী হলেন সবিতাব্রত দত্ত (অ্যান্টনি), কেতকী দত্ত (সৌদামিনী), জহর গঙ্গোপাধ্যায় (ভোলা ময়রা)। মঞ্চস্থ হচ্ছে কোথায়? না, মানিকতলার খাল পাড়ে অবস্থিত ‘কাশী বিশ্বনাথ মঞ্চে’। এ নাটক টানা ৫১৪ রজনী অভিনীত হয়ে এ মঞ্চকে জনমানসে প্রতিষ্ঠা দিল। পরে সাবিত্রী চট্টোপাধ্যায় ‘মল্লিকা’ নিয়ে, সন্ধ্যা রায় ‘সুজাতা’ নিয়ে, মাধবী মুখোপাধ্যায় ‘না’ নিয়ে, সৌমিত্র চট্টোপাধ্যায় ‘নামজীবন’ নিয়ে, অনুপকুমার ‘অঘটন’ নিয়ে, সর্বোপরি অপর্ণা সেন ‘পান্নাবাঈ’ নিয়ে সরগরম করে রেখেছিলেন এই মঞ্চ। তার আগে কে চিনত এই মঞ্চকে! নান্দিক-এর তরফে কেতকী দত্তের তত্ত্বাবধানে খালপাড়ের এই মঞ্চে যখন অভিনয় হবে বলে সবাই তৈরি, তখন অনেকের মনে ভাবনা হল খালপাড়ে যাবে কে? মাথা খাটিয়ে খাটিয়ে সে পথ বার করলেন কেতকী দত্ত। গভর্নমেন্ট বাস যার একটা যাবে সাউথ ক্যালকাটা, আরেকটা যাবে হাওড়া, অপরটা যাবে নর্থ ক্যালকাটা। তিনটে বাস তিনটি রুটে যাওয়ার বন্দোবস্ত করা হল। খালপাড়ের মঞ্চ, মশার ডিপো, দর্শকদের মশা কামড়ালে কেউ আসবে?
কেতকী দত্ত অন্যান্যদের নিয়ে শো-এর আগে স্প্রে করে মঞ্চ বন্ধ করে দিতেন। শো-এর ঠিক আগে মঞ্চ খুলে দেওয়া হতো। এই নাটক শুরু হয়েছিল ১৯৬৬ সালের ২৬ অক্টোবর। সকলের মধ্যে একটা স্পিরিট কাজ করত। নইলে জহর গঙ্গোপাধ্যায়ের মত দুর্ধর্ষ নট কাউন্টারে এসে বসে টিকিট বিক্রি করতেন! প্রথম দুটো অ্যাক্ট-এ তাঁর চরিত্রের প্রবেশ ছিল না। তারপর যখন তিনি ঢুকতেন আর ওই বৃদ্ধ বয়সে পায়ে ঘুঙুর বেঁধে গাইতেন—
‘আমি সে ভোলানাথ নই আমি সে ভোলানাথ নই
আমি ময়রা ভোলা, হরুর চেলা, বাগবাজারে রই’, তখন দর্শকেরা মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন।
‘অ্যান্টনী কবিয়াল’ সেই সময়ে কে না দেখেছেন। সবার আগে উল্লেখ করার মতো নাম প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তিনি এলেন। তাঁকে সংবর্ধিত করা হল। দেখলেন এ নাটক। তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। ইন্দিরা গান্ধীর এই নাটক দেখতে আসার একটা বড় বাঁধানো ছবি টিকিট কাউন্টারের বিপরীত দিকের দেওয়ালে ঝোলানো ছিল বহুদিন। শুধু ইন্দিরা গান্ধী কেন? উত্তমকুমার, কিশোরকুমার, কানন দেবী, তৎকালীন রাজ্যপাল ধরমবীর, বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি প্রমুখ স্মরণীয় মানুষেরা এ নাটক দেখতে এসেছেন বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কিন্তু ভিতরের দলাদলিতে হাউসের মালিক তালা ঝুলিয়ে দিলেন। কোর্ট কেস করে তালা ভাঙা হল ঠিকই, কিন্তু ভেতরে ঢুকে দেখা গেল সব মালপত্তর সব বেপাত্তা। অনেক চেষ্টা-চরিত্র করে কেতকী দত্ত আবার শুরু করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা আর ফলপ্রসূ হয়নি।
মুখ্যত পেশাদার শিল্পী হলেও আমন্ত্রিত শিল্পী হিসাবে অভিনয় করেছেন বিভিন্ন গ্রুপ থিয়েটারে। চতুর্মুখের সদস্যপদ নিয়েছিলেন ১৯৭১ সালের ৩০ জুন। এই চতুর্মুখের প্রযোজনায় ১৯৭১ সালের ১৫ আগস্ট প্রতাপ মঞ্চে (রাজাবাজার ট্রাম ডিপোর বিপরীতে) শুরু হল সুবোধ ঘোষের লেখা ‘বারবধূ’। নাট্যরূপ নির্দেশক চতুর্মুখের প্রধান অসীম চক্রবর্তী। সেখানে নায়িকা লতার চরিত্রে কেতকী দত্ত। নায়ক প্রসাদ-এর চরিত্রে অসীম চক্রবর্তী। তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন কেতকী দত্ত। কারণ নাটকের প্রথম দৃশ্যে শুধু একটা অন্তর্বাস আর সেমিজ পরে প্রসাদের সঙ্গে যৌন দৃশ্যে অভিনয় করছেন, মুখে গানও রয়েছে; ‘আমি চাইনা চাইনা চাইনা তোমার ওজন করা ভালোবাসা।’ গোড়ার দিকে বিক্রি ভালো ছিল না। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বিক্রি তেমন নেই। একদিন হঠাৎ করে অসীম চক্রবর্তীর মাথায় এল পাবলিসিটির জন্য নতুন এক স্লোগান— ‘ভালোবাসার ব্লো হট নাটক।’ এই যেই পাবলিসিটি পড়ল, আস্তে আস্তে বিক্রি বাড়তে বাড়তে রোজ হাউসফুল। একাদিক্রমে ১৮০০ রজনী অভিনীত হয়ে এ নাটক এক ইতিহাস সৃষ্টি করল। নাটকটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। কেতকী দত্ত কিন্তু শেষের রজনীগুলিতে অভিনয় করতে পারেননি।
কারণ ‘বারবধূ’র জনপ্রিয়তা কেতকী দত্তকে নিয়ে। সবাই এসে বলতেন কেতকী অপূর্ব, কেতকী অতুলনীয়, কেতকী একাই একশো ইত্যাদি ইত্যাদি। অসীম চক্রবর্তীর মনে কমপ্লেক্স গ্রো করল। যার জন্য মেন্টাল আর ফিজিকাল টর্চার আরম্ভ করলেন অসীম চক্রবর্তী কেতকী দত্তের ওপরে। স্টেজের মধ্যে পর্যন্ত টর্চারিং হতো নিয়মিত। হাত দুটো অসীম এমনভাবে ধরতেন যে, পাঁচটা আঙুলের ছাপ পড়ে যেত। সিনের শেষে যেই লাইট অফ হতো, মুখটা অসীম নিয়ে আসতেন কেতকীর কাঁধের কাছে, জোরে কামড় বসিয়ে দিতেন। কেতকী যত ভালো অভিনয় করেন, তত বেশি টর্চার চলত। দুমদাম মার। একদিন থাকতে না পেরে সিন থেকে বেরিয়ে এসে কেতকী এর কারণ জিজ্ঞাসা করলেন। অসীম স্পষ্ট বললেন, ‘যদি চরিত্রটা না দিতাম, কে চিনত কেতকী দত্তকে?’ চুপ করে থাকতে পারলেন না কেতকী দত্ত; ‘শোনো তুমি ভুল বললে। কেতকী দত্তকে অনেকে চেনে। তোমার বারবধূ’র থেকে কেতকী দত্তকে চেনে না। অ্যান্টনী কবিয়াল-এর কেতকী দত্তকে চেনে। তা ছাড়া তুমি তো স্রষ্টা। তুমি তো লতা চরিত্রটা সৃষ্টি করেছ। আমি তাতে রূপ দিয়েছি। রূপটা সার্থক হয়েছে বলেই দর্শকেরা ভালো বলছে। এতে তোমার আনন্দ পাওয়ার কথা। এতে তোমার রাগ হয় কেন?’ কে শোনে কার কথা। মাঝে কেতকী দত্তকে বসিয়ে দিয়ে ছন্দা চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হল লতা চরিত্র করার জন্য। দর্শকদের মন ভরলো না। আবার সেই কেতকী দত্তকে আনা হল। সিনের মধ্যে একটু-আধটু ভুল হলে আবার টর্চার। একদিন প্রতিবাদ করে বলেছিলেন, ‘ভুল মানুষ মাত্রেই হয়।’ যেই বলা, দুম করে এক ঘুঁষি। নাকটা ফেটে ঝরঝর করে রক্ত পড়তে আরম্ভ করল। উইংসের আড়ালে যাঁরা ছিলেন, তাঁরা এর মধ্যে আর ঢোকেন না। কারণ এ যে নিত্যনৈমিত্তিক ঘটনা। সেই অপমানিত কেতকী দত্ত নাটকের জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রভা দেবীর মেয়ে। ২০০২ সালে তিনি ‘সঙ্গীত নাটক আকাদেমি’ পুরস্কার পেয়েছেন। অনেক নাটকে মঞ্চ দাপিয়ে বেরলেও তাঁকে নাট্যমোদীরা মনে রাখবেন ‘অ্যান্টনী কবিয়াল’-এর সৌদামিনী এবং ‘বারবধূ’ নাটকের লতা চরিত্র দুটির জন্য। মৃত্যুর পূর্বে এক স্মৃতিচারণে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আর বোধ হয় পাবলিক থিয়েটার মাথা তুলে দাঁড়াতে পারবে না। পাবলিক থিয়েটার মরে গেছে।’ 
27th  July, 2019
 রং ছড়ালো ইন্দ্ররঙ মহোৎসব

সাতরঙা রামধনুর মতোই রঙের জেল্লা ছড়িয়ে সমাপ্ত হল তৃতীয় ইন্দ্ররঙ মহোৎসব। অনুষ্ঠানের জাঁকজমকে, নাট্যজগতের নক্ষত্রদের উপস্থিতিতে এবং সর্বোপরি প্রতিযোগিতায় বিজেতাদের প্রাপ্ত পুরস্কারের আর্থিক মূল্যের দিক থেকে যে কোনও সর্বভারতীয় প্রতিযোগিতামূলক নাট্যোৎসবকে টেক্কা দিয়েছে এই উৎসব।
বিশদ

16th  November, 2019
 এই দেশ এই সময় এই মৃত্যু উপত্যকা

সম্প্রতি মঞ্চস্থ হল পূর্বরঙ্গ নাট্যদলের সাম্প্রতিক প্রযোজনা ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়’। বলা যায়, কাব্যনাট্য। যে নাটকের বিষয় ১৬০০ খ্রিষ্টাব্দ থেকে আধুনিক ভারতবর্ষ – পরিবর্তিত আর্থ-সামাজিক প্রেক্ষাপটের হাত ধরে বদলে বদলে যাওয়া অনুভূতি, মনুষ্যত্ব আর রাজনীতি। বিশদ

16th  November, 2019
  রাজ্য বাচিক উৎসব

 বাচিক আর্টিস্ট ফোরাম গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর এই দু’দিন ধরে রবীন্দ্র ওকাকুরা ভবনে উদযাপন করল রাজ্য বাচিক উৎসব। উৎসবের উদ্বোধন করেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। পরে বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা আবৃত্তি ও বাচিক অভিনয় পরিবেশন করেন।
বিশদ

16th  November, 2019
পূর্বরঙ্গের পাঁচঅধ্যায়

পাঁচটি মেয়ে। কোনও এক সময়ে এরা পরস্পরের বন্ধু ছিল। সময়ের বহমানতায় তারা ছিটকে পড়েছিল একদি ওদিক। সামাজিক সংযোগ মাধ্যমের দৌলতে ফের তারা খুঁজে পায় একে অপরকে। তাদের অন্দরের কাহিনী থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। বিশদ

16th  November, 2019
  সরস্বতী নাট্যোৎসব ২০১৯

 নেতাজিনগর সরস্বতী নাট্যশালা আয়োজিত নাট্যোৎসব শুরু হতে চলেছে তপন থিয়েটারে আগামী ২০ নভেম্বর থেকে, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। পাঁচদিন ব্যাপী এই নাট্যোৎসবে মোট ১৭টি নাটক মঞ্চস্থ হবে। অংশগ্রহণকারী দলগুলি নাট্যজগতে যথেষ্ট পরিচিত। বিশদ

16th  November, 2019

জিয়নকাঠির উৎসব



  রানিকুঠী জিয়নকাঠি নাট্যদল আগামী ১৫-১৭ নভেম্বর, এই তিনদিন ধরে একটি নাট্যোৎসবের আয়োজন করেছে। নাট্যোৎসবটি হবে চন্দননগরের রবীন্দ্রভবনে। এই নাট্যোৎসবে অংশ নেবে বিভিন্ন জেলার নাট্যদলগুলি। বিশদ

16th  November, 2019
শুকনো কাঠে যষ্ঠিমধুর স্বাদ 

সম্প্রতি বাঁশদ্রোণী শিল্পন শিশিরমঞ্চে মঞ্চস্থ করল তাঁদের সাম্প্রতিক নাটক ‘জৈষ্ঠীমধু’। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নাটক অবলম্বনে নির্মিত সম্পূর্ণ হাস্যরসাত্মক এই নাটকের সম্পাদনা ও নির্দেশনার দায়িত্বে ছিলেন সীমিকা রায়। 
বিশদ

09th  November, 2019
দর্শককে আয়নার সামনে দাঁড়ানোর চৈতন্য দেয় এ নাটক 

মানুষই মানুষকে খোঁজে। মানুষই মানুষের কাছে আশ্রয় চায়, মানুষই মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। কিন্তু যখন সময় বয়ে যায় হাতের আঙুলের ফাঁক দিয়ে, মানুষকে হতে হয় পরিস্থিতির শিকার। টানাপোড়েনের সুতো, মরে যাওয়া সম্পর্ককে বয়ে নিয়ে বেড়ানোর যন্ত্রণায় অনবরত হতে হয় ক্ষতবিক্ষত। তখনও কিন্তু মহাকাল নির্মেদ মোহহীনভাবেই বাজিয়ে চলে ঘটনার ঘণ্টা।
বিশদ

09th  November, 2019
গেমপ্ল্যানের প্রত্যাশা 

সালটা ১৯৮৯। চন্দ্রা দস্তিদার একটি নাটক লিখেছিলেন – প্রত্যাশা। পরিচালনা করেছিলেন জোছন দস্তিদার। ১৯৯১ সালে প্রথম মঞ্চস্থ হয়েছিল সে নাটক। দীর্ঘ তিন দশক বাদে আবার ‘প্রত্যাশা’কে ফিরিয়ে আনলেন জোছন-চন্দ্রার সুযোগ্য কন্যা খেয়ালি দস্তিদার। নাটকটি প্রথম মঞ্চস্থ হতে চলেছে ২৩ নভেম্বর, সন্ধে ৭টায়, জিডি বিড়লা সভাঘরে। 
বিশদ

09th  November, 2019
খুব আফশোস হয় উত্তমকুমারের মঞ্চাভিনয়
দেখতে পারলাম না: কুলভূষণ খারবান্দা

কুলভূষণ খারবান্দা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মুণ্ডিত মস্তক ভয়ংকর এক ভিলেন শাকালের ছবি। রমেশ সিপ্পির ‘শান’ ছবিতে এই ভিলেনের চরিত্রে অভিনয় করেই তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান সর্বভারতীয় দর্শকের কাছে। কিন্তু ক’জন জানেন যে তাঁর অভিনয়ের হাতেখড়ি নাটকের মঞ্চেই! নাটকই তাঁর প্রথম প্রেম! এই কলকাতাতেই কেটেছে তাঁর জীবনের কয়েকটি বছর। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম সফল অভিনেতা। ফিল্মের ব্যস্ততা স্বত্বেও যখনই সুযোগ পেয়েছেন, স্টেজে ফিরে ফিরে এসেছেন। এসেছেন নাটকের টানে। যেমন সম্প্রতি ‘পদাতিক’এর ‘আত্মকথা’র হাত ধরে মঞ্চে এবং এই কলকাতায়। রিহার্সালের টাইট সিডিউলের ফাঁকে কিছুটা সময় বের করে আলাপচারিতায় মাতলেন অজয় মুখোপাধ্যায়ের সঙ্গে। 
বিশদ

09th  November, 2019
অর্ঘ্যের দশম লোকরঙ্গ নাট্যোৎসব 

কসবা অর্ঘ্য নাট্যদলের দশম বার্ষিক নাট্যোৎসব ‘লোকরঙ্গ ২০১৯’ শুরু হতে চলেছে আগামী ৮ নভেম্বর থেকে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। অ্যাকাডেমি মঞ্চে নীলাঞ্জন মিশ্রের গান দিয়ে শুরু হবে উৎসব।  বিশদ

02nd  November, 2019
থিয়েলাইটের জন্মোৎসব 

উনিশ পেরিয়ে কুড়ি বছরে পা দিল নাট্যসংস্থা থিয়েলাইট। এই উপলক্ষে তারা গত ২০ জুন অ্যাকাডেমি অব ফাইন আর্টসের লেডি রানু মুখোপাধ্যায় মঞ্চে আয়োজন করেছিল এক অনুষ্ঠানের।   বিশদ

02nd  November, 2019
একলা একটা অর্জুন গাছ আর ব্যাঙথুপী 

আধুনিক বিশ্ব ধীরে ধীরে উষ্ণায়ণের করাল গ্রাসে আবদ্ধ হয়ে পড়ছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হল সবুজায়ন। ‘একটি গাছ একটি প্রাণ’, ‘গাছ লাগান প্রাণ বাঁচান’, ‘সবুজ বাঁচান’ — সরকারি বিজ্ঞাপন হোর্ডিংয়েই সীমাবদ্ধ।  বিশদ

02nd  November, 2019
যাত্রাশিল্প ও টেলিপাড়ার
অ ন্দ র কা হি নী 

নান্দীপটের নাটক ‘আবৃত্ত’কে জড়িয়ে রেখেছে যাত্রা। এক সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে আর এক শিল্পকে স্মরণ করা। প্রায় ভগ্নপ্রায় এক বাড়ি। যে বাড়ির বাসিন্দা মাত্র চারটি প্রাণী। এক বৃদ্ধ, এক বৃদ্ধা এবং তাঁদের সন্তানসম দুই তরুণ-তরুণী। চারজনকে একত্রিত করে একসঙ্গে বেঁধে রেখেছে যাত্রা।   বিশদ

02nd  November, 2019

Pages: 12345

একনজরে
ইসলামাবাদ, ১৮ নভেম্বর (পিটিআই): ভারতের অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার একদিন পরেই পাকিস্তান শাহিন-১ নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল। ৬৫০ কিলোমিটার দূরের বস্তুকে আঘাতে সক্ষম পাক ক্ষেপণাস্ত্র শাহিন-১। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’টি পরীক্ষার মধ্যে দু-একদিন করে ছুটি থাকবে বলে আগেই ঘোষণা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শয়নে স্বপনে এখন শুধুই গোলাপি টেস্ট। যার উন্মাদনা কেবল সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নয়। উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও। দেশের মাটিতে প্রথমবার ...

সংবাদদাতা, ইসলামপুর: সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার বেলন গ্রাম পঞ্চায়েতের পটুয়া এলাকায় ধান খেতে এক অজ্ঞাতপরিচয়ের যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৩৮: সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেনের জন্ম
১৮৭৭: কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯১৭: ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম
১৯২২: সঙ্গীতকার সলিল চৌধুরির জন্ম
১৯২৮: কুস্তিগীর ও অভিনেতা দারা সিংয়ের জন্ম
১৯৫১: অভিনেত্রী জিনাত আমনের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৮৪ টাকা ৭২.৫৪ টাকা
পাউন্ড ৯১.০৬ টাকা ৯৪.৩৪ টাকা
ইউরো ৭৭.৮৫ টাকা ৮০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৫৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৬০৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,১৫৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ অগ্রহায়ণ ১৪২৬, ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ২৪/১১ দিবা ৩/৩৬। অশ্লেষা ৩৮/৩৮ রাত্রি ৯/২২। সূ উ ৫/৫৫/২২, অ ৪/৪৮/২৩, অমৃতযোগ দিবা ৬/৪০ মধ্যে পুনঃ ৭/২৩ গতে ১১/০ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/৪৯ মধ্যে পুনঃ ১/৩৪ গতে ৩/১৯ মধ্যে পুনঃ ৫/৫ গতে উদয়াবধি, বারবেলা ৭/১৬ গতে ৮/৩৮ মধ্যে পুনঃ ১২/৪৩ গতে ২/৫ মধ্যে, কালরাত্রি ৬/২৭ গতে ৮/৫ মধ্যে। 
২ অগ্রহায়ণ ১৪২৬, ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ১৯/২৬/৫২ দিবা ১/৪৩/৫৬। অশ্লেষা ৩৬/১/৪১ রাত্রি ৮/২১/৫১, সূ উ ৫/৫৭/১১, অ ৪/৪৮/১৯, অমৃতযোগ দিবা ৬/৫০ মধ্যে ও ৭/৩০ গতে ১১/৬ মধ্যে এবং রাত্রি ৭/২৮ গতে ৮/২১ মধ্যে ও ৯/১৪ গতে ১১/৫৪ মধ্যে ও ১/৪১ গতে ৩/২৮ মধ্যে ও ৫/১৪ গতে ৫/৫৮ মধ্যে, বারবেলা ৭/১৮/৩৬ গতে ৮/৪০/১ মধ্যে, কালবেলা ১২/৪৩/১৫ গতে ২/৫/৪০ মধ্যে, কালরাত্রি ৬/২৭/৪ গতে ৮/৫/৪০ মধ্যে।
২১ রবিয়ল আউয়ল  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বৃষ: বিদ্যার্থীরা শুভ ফল ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৩৮: সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেনের জন্ম১৮৭৭: কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের জন্ম১৯১৭: ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে ভূমিকম্প 

07:07:50 PM

বুধেরহাটে অ্যাসিড খেয়ে আত্মঘাতী বধূ 
স্বামীর সঙ্গে অশান্তির জেরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক বধূ। ...বিশদ

06:22:42 PM

মালদহের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

06:13:00 PM

বিধানসভায় পালিত হবে সংবিধান দিবস 
২৬ এবং ২৭ নভেম্বর রাজ্য বিধানসভায় পালিত হবে সংবিধান দিবস। ...বিশদ

03:59:00 PM