Bartaman Patrika
আমরা মেয়েরা
 

বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব হারিয়েছে বাঙালির কাছেই

পক্ষে

 শাশ্বতী প্রামাণিক
ক্যালেন্ডার বাংলা হোক বা ইংরেজি, এটি অতি প্রয়োজনীয় বস্তু। তবে বর্তমান সময়ে বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব অনেক হ্রাস পেয়েছে। কারণ বোধহয় এই ক্যালেন্ডার অনেকেই দেখতে বা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন না। তাঁরা এতটাই ইংরেজি ঘেঁষা যে ইংরেজি ক্যালেন্ডার দেখে অভ্যস্ত হয়ে পড়েছেন। অনেকেই  এমন আছেন যাঁরা  কিনা বাংলা কোন বছর চলছে তাও বলতে পারেন না। এই প্রবণতা বেশিদিন চললে বাংলা ক্যালেন্ডার হয়তো অবলুপ্তির পথে অগ্রসর হবে। 
কলেজ ছাত্রী

 অন্তরা মিদ্যা
বর্তমানে সমস্ত স্কুল-কলেজে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসে নতুন শ্রেণি শুরু হয় এবং ডিসেম্বরে বর্ষ শেষ হয়। আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য ভারতেও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সাল তারিখ নির্ধারণ করা হয়। বিভিন্ন মনীষীদের জন্মদিবসও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী পালন করা হয়। তবে অন্যান্য অঞ্চলের মানুষের মতো বাঙালিরা যদি আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিত, তাহলে হয়তো বাংলা ক্যালেন্ডারের বেহাল অবস্থা হতো না। বর্তমানে শিশুরা যেমন মাতৃদুগ্ধ ছাড়া বাইরের প্যাকেটজাত খাবারে অভ্যস্ত হয়ে পড়েছে তেমনই বাঙালিরাও বাংলা ভাষা ছেড়ে ইংরেজিতেই বেশি অভ্যস্ত। এতে শুধুমাত্র বাঙালিরই দোষ, তা নয়। কারণ বাংলা ভাষা এখন ব্যবহৃত হয় সীমাবদ্ধ কয়েকটি অঞ্চলে, বাইরের যে কোনও কর্মসূত্রে ইংরেজি ভাষারই প্রাধান্য লক্ষ্যণীয়। তাই বাঙালিরা আজ সাল তারিখ নির্ধারণের জন্য ইংরেজি ক্যালেন্ডারেরই বেশি সাহায্য নেন। 
দশম শ্রেণির ছাত্রী

 বিজন মজুমদার
দু’একটা বিষয় ছাড়া জীবনের টাইম-টেবিলে বাংলা ক্যালেন্ডারের কোনও ভূমিকাই নেই বাঙালির কাছে। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। সুতরাং বিশ্ব নাগরিক হওয়ার ক্ষেত্রে ইংরেজি ক্যালেন্ডারের অপরিসীম ভূমিকা। সারা বছরের কর্মসূচি লিপিবদ্ধ হয় ইংরেজি ক্যালেন্ডারের সূচি মেনে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার সূচি, ছুটির তালিকা সবই দেওয়া হয় ইংরেজি ক্যালেন্ডার মেনে। সুতরাং চলমান জীবনের সারণিতে যেখানে বাংলা তারিখের কোনও ভূমিকা নেই, সেখানে বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব তো কমে যাবেই। পয়লা বৈশাখ, পৌষপার্বণ, চৈত্র সংক্রান্তি, পঁচিশে বৈশাখ, বিয়ের তারিখ নির্বাচন সহ কয়েকটি বিষয় ছাড়া বাংলা ক্যালেন্ডার কেউ মনে রাখে না।
শিক্ষক 

 অগ্নিদীপা বন্দ্যোপাধ্যায়
বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব সত্যিই বাঙালির কাছে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এটা বোঝা যাবে ক্যালেন্ডার ছাপানোর প্রেসগুলিতে গেলে। কলেজ স্ট্রিটের বহু ছাপাখানায় আগে নববর্ষের সময়টায় নাওয়া-খাওয়ারও সময় মিলত না। এখন ছাপাখানাগুলো প্রায় মাছি তাড়াচ্ছে। কারণ এই ডিজিটাইজেশনের যুগে বাংলা ক্যালেন্ডারের সেরকম চাহিদা নেই। মোবাইলেই দিনক্ষণ দেখে নেওয়া যাচ্ছে। বাড়িতে বা দোকানেও সেভাবে বাংলা ক্যালেন্ডার ঝুলতে দেখা যায় না। অনেক ইংরেজি ক্যালেন্ডারে আজকাল বাংলা বর্ষের তারিখ উল্লেখ থাকে। অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, একাদশীর মতো তিথি এবং পুজোর দিনক্ষণ  যাঁদের জানা প্রয়োজন, তাঁরা সেখান থেকে জেনে নিচ্ছেন। এতে বাংলা ক্যালেন্ডারের  প্রয়োজনীয়তা তলানিতে।  
শিক্ষিকা

বিপক্ষে

 পিন্টু দেওয়াশী
বর্তমান ডিজিটাল দুনিয়াতেও বাঙালির কাছে বাংলা ক্যালেন্ডার সমান গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। বাঙালি এখনও যে কোনও শুভ অনুষ্ঠান, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, উপনয়নের দিন নির্ধারণ করে বাংলা ক্যালেন্ডার দেখেই। পৌষ বা চৈত্র সংক্রান্তিও বাংলা মাস নির্ভর। বাঙালির বারো মাসে তেরো পার্বণ তথা বিভিন্ন পূজাপার্বণের দিনক্ষণ ও নির্ঘণ্ট নির্ধারিত হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ীই। বাঙালির কাছে বাংলা ক্যালেন্ডার শুধুমাত্র কতগুলি তারিখ নয়। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, আবেগ ও অস্তিত্বও জড়িয়ে আছে। তাই যতদিন বাঙালি থাকবে ততদিন বাংলা ক্যালেন্ডার স্বমহিমায় বিরাজ করবে।
সহকারী শিক্ষক

সোহিনী রায়চৌধুরী
বৈশাখের শুরু মানেই নববর্ষ, হালখাতা, মিষ্টিমুখ। আর রংবেরঙের বাংলা ক্যালেন্ডার। এই সবকিছু ঘিরেই বাঙালির  নস্টালজিয়া। মানুষের পছন্দ বদলেছে, চাহিদা নয়। বিশ্বায়নের যুগে মধ্যবিত্ত বাঙালির অন্দরমহলে পরিবর্তন দেখা দিয়েছে। তা বলে বাংলা ক্যালেন্ডার বিলুপ্তির পথে যায়নি। অফসেটে নানা ডিজাইনে আরও আকর্ষণীয় করে সাজানো হচ্ছে ক্যালেন্ডার। এখন তো ই-ক্যালেন্ডারেরও যুগ! মোবাইল দেখেও বাংলা তারিখ, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, নীল ষষ্ঠীর  মতো বিশেষ দিনক্ষণ জানা যায়। হোক না তার ভোলবদল, তবুও তো ক্যালেন্ডার! অনেক অভিভাবক  বলেন যে তাদের ছেলেমেয়ের ‘বাংলাটা ঠিক আসে না।’ তাই বাংলা ক্যালেন্ডারও ঠিক করে দেখতে পারে না! অথচ  আমারই এক ছাত্র বাংলা তারিখ, মাস, বছর সম্পর্কে আগ্রহ দেখিয়েছিল বাংলা ক্লাসে! হোক না ইংরেজি মাধ্যমে পড়াশোনা,  তাই বলে বাংলা খাতায় ইংরেজি তারিখ লিখব কেন? ছোট্ট ছাত্রটির ভাবনা ছোট্ট নয়! বাংলা ভাষার প্রতি  তার এই ভালোবাসাই আমাদের ভাবতে শেখায়। বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব  এত সহজে হারাতে পারে না, হারাবেও না! 
শিক্ষিকা

 সৈয়দ সাদিক ইকবাল
বাংলা বছরের গুরুত্ব অপরিসীম বাঙালির জীবনে। এখনও গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ বাংলা মাসের উপর নির্ভর করে চাষাবাদ করেন। বাংলা কোন মাসে কোন বীজ বপন করতে হবে, তার হিসেব থাকে। শীতের শুরু কখন, তার হিসেব থাকে বাংলা মাসের উপর। চৈত্র সেলের বাজার, পহেলা বৈশাখে বাড়িতে ভূরিভোজ। নবান্ন উৎসবে বাড়ির পাশের মুদির দোকানের হালখাতা। সবই বাংলা মাসের উপর নির্ভর। গৃহপ্রবেশ থেকে বিবাহ, সব শুভ কাজ বাঙালি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ঠিক করে। দৈনিক সংবাদপত্র থেকে শুরু করে পূজা সংখ্যায় বাংলা সন লেখা থাকে। তবে আরও বেশি করে বাংলা ক্যালেন্ডার পৌঁছে দেওয়া দরকার। 
রাজ্য সরকারি কর্মচারী 

 সায়ন তালুকদার
বর্তমান প্রজন্মের অনেকেই ১ বৈশাখ, ২৫ বৈশাখ, ২২ শ্রাবণ খুব বেশি হলে ১১ জ্যৈষ্ঠ বা ৭ পৌষ দিনগুলির কথা জানে, আবার অনেকে উদাসীন। তাতে ক্যালেন্ডার তার প্রয়োজনীয়তা খোয়াবে না। ইংরেজি ক্যালেন্ডারে বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ প্রভৃতি শুভ দিন সবসময় উল্লেখ থাকে না। পাঁজি দেখার অভ্যাস সকলের নেই। সেক্ষেত্রে বাংলা ক্যালেন্ডারই ভরসা। অনেকের বাড়িতেই দিদিমা, ঠাকুরমা রয়েছেন। তাঁরা পূর্ণিমা, অমাবস্যা, একাদশীর ব্রত মেনে চলেন। ইংরেজি ক্যালেন্ডারে এসব পর্যাপ্ত এবং সুষ্ঠু হালহকিকত কোথায়? হালখাতার অনুষ্ঠানে আজও মিষ্টির বাক্সের সঙ্গে বাংলা ক্যালেন্ডার দেওয়ার চল অটুট। বাঙালির কাছে বাংলা ক্যালেন্ডার অতীতে যেমন আদর পেয়ে এসেছে, ভবিষ্যতেও তার ঘাটতি হবে না।
গণিত স্নাতকোত্তরে পাঠরত, 
কল্যাণী বিশ্ববিদ্যালয়
13th  April, 2024
মহিলাদের গৃহশ্রমের কোনও কদর নেই

আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বরাবরই অবহেলিত এবং বঞ্চিত। ঘরে ও বাইরে তাঁদের অবদান খুব কম লোকই স্বীকার করতে চান। একজন গৃহবধূ তাঁর সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে রান্না করেন, ঘর গোছান বিশদ

ক্লাসরুমের একা ছাত্রীর নাম ইতিহাসে

পুরুষতান্ত্রিক কাঠামোয় এক উজ্জ্বল ব্যতিক্রম, বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ইলা মজুমদার।  লিখছেন প্রীতম সরকার। বিশদ

ভারতের হৃদয়ে বাঁচলেন পাক তরুণী

পড়শির পাশে তো দাঁড়ায় পড়শিই। তা না হলে সে আর কীসের পড়শি? পাকিস্তানের মেয়ে আয়েশা রাশান, মাত্র ১৯ বছর বয়স। তাঁর হার্ট ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। চেন্নাইয়ের হাসপাতালে প্রাণ ফিরে পেলেন তিনি। সেখানে দিল্লি অধিবাসী ৬৯ বছর বয়সি এক রোগীর ব্রেন ডেথ হয়ে গিয়েছিল। বিশদ

লভ ব্রেন! পরিচিত কেউ আক্রান্ত নয় তো? 

রবি ঠাকুর বলে গিয়েছেন, প্রেম এসেছিল নিঃশব্দে! তবে কারও কারও জীবনে প্রেম বেশ সশব্দেই আসে। কিন্তু কে জানত যে সে শব্দ এত ঘন ঘন আসবে যে শেষ অবধি পুলিশের দ্বারস্থ হতে হবে! ধরাও পড়ল এক বিরল অসুখ! ঠিক যেমনটা ঘটেছে চীনে। বিশদ

মা হওয়ার পর অবসাদ কাটাতে সাইকোথেরাপি

মা হওয়া আনন্দের। কিন্তু সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই অনেক মা শিকার হন প্রসবোত্তর বিষণ্ণতার। সমস্যা ও সমাধানের খোঁজে ডঃ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশদ

20th  April, 2024
ক্রমশ বাড়িয়ে তুলতে হয় মনোযোগ

শিশুকে মনোযোগী করে তুলুন একদম ছোট বয়স থেকেই। কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

20th  April, 2024
৪০ দিন কমলালেবু খেয়ে বাঁচলেন অ্যান

শুধুমাত্র ফল খেয়ে কি বেঁচে থাকা সম্ভব? তাও আবার যে কোনও একটি ফল? এ নিয়ে তর্ক হতেই পারে। তবে পরীক্ষিত সত্য, একটিমাত্র ফল খেয়ে বেঁচে থাকা সম্ভব। তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা অ্যান অসবোর্ন। টানা ৪০ দিন কমলালেবু খেয়ে বেঁচে রয়েছেন তিনি। বিশদ

20th  April, 2024
মহিলা পরিচালিত বুথ

মহিলাদের সমানাধিকারের দাবি ভারতে নতুন নয়। তাকে মান্যতা দিতেই চলতি লোকসভা নির্বাচনে কান্নুরের মাহে বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ সামলাবেন মহিলা কর্মীরা। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিস, বয়ঃজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের সাহায্যকারী হিসেবে ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক— সব বিভাগই সামলাবেন মহিলারা। বিশদ

20th  April, 2024
আইএএস অনন্যার প্রেরণা কোহলি

সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় স্তরের সিভিল সার্ভিস পরীক্ষার ফল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গত মঙ্গলবার ফলপ্রকাশ করে। এ বছর এই পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন একজন মহিলা। তেলেঙ্গানার ডোনুরু অনন্যা রেড্ডি। বিশদ

20th  April, 2024
মিস মিসেস ইন্ডিয়া

প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রিকর, রোলি ত্রিপাঠী, নিতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ট্রানিসটিক্স ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় বিশদ

20th  April, 2024
চৈত্র সেলের একাল সেকাল

বৈশাখ পয়লার আগে স্মৃতি রোমন্থনে অম্লানকুসুম চক্রবর্তী। 
  বিশদ

13th  April, 2024
স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়িতে স্ত্রীর অধিকার

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আইনি দিক খতিয়ে দেখলেন অন্বেষা দত্ত। বিশদ

06th  April, 2024
চাবুক হাতে আগুনে মেয়ে

১৯৩০-এর ৬ এপ্রিল সমাপন হয় ডান্ডি অভিযান। লবণ সত্যাগ্রহের সেই পদযাত্রার হাত ধরেই আসে আইন অমান্য। বিপ্লবীরক্ত চলকে ওঠে দেশ জুড়ে। তেমনই এক নেত্রী কটকের বিমলপ্রতিভা দেবী। আমরা তাঁকে ভুলতে বসলেও ভোলেনি ইতিহাস। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
  বিশদ

06th  April, 2024
বিশ্বজয়ের দৌড়ে বাঙালি কন্যে

‘স্ট্রাগল’ শব্দটার সঙ্গে ছোট থেকে পরিচয় বিদিশা বন্দ্যোপাধ্যায়ের। মেয়ে হিসেবে জন্মের পর থেকেই লড়াই শুরু হয়ে গিয়েছে, একথা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মা। কলকাতায় স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করা বিদিশা এমন পরিবারে বড় হয়েছেন, যেখানে চাকরি করাটাই ছিল সাফল্য! বিশদ

06th  April, 2024
একনজরে
অপহরণের ১৪ দিনের মাথায় বিয়ের প্রস্তাব দিয়েছিল এক হামাস জঙ্গি। বলেছিল, ‘সবাইকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তুমি এখানে আমার সঙ্গে থাকবে আজীবন। তুমিই আমার সন্তানদের ...

পুকুর খনন করতে গিয়ে অজানা জন্তুর হাড়গোড় উঠে আসতেই শুক্রবার চাঞ্চল্য ছড়ায় ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়তের বেলতলি ভাণ্ডানি গ্রামে। স্থানীয়দের দাবি, ওই হাড় পূর্ণবয়স্ক গণ্ডারের হতে পারে ...

১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গোনার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফের পেপার ব্যালটে ভোট ফিরিয়ে আনার পাশাপাশি ভোটারদের হাতে ভিভিপ্যাট স্লিপ দেওয়ার আবেদনও খারিজ ...

লোকসভা ভোটের মধ্যেই বড়সড় ঘোষণা একগুচ্ছ দলিত আম্বেদকরপন্থী সংগঠনের। মহারাষ্ট্রে  বিরোধী জোটকে সমর্থন করছে প্রায় ৪৮টি দলিত আম্বেদকরপন্থী (বৌদ্ধ) সংগঠন। বিজেপি বিরোধী ভোটের বিভাজন এড়াতেই তাদের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক মঙ্গল অনুষ্ঠান ও পুজোপাঠে আনন্দলাভ। বন্ধু বিবাদের যোগ আছে। বিদ্যাচর্চায় উন্নতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন
১৬৬৭: অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন
১৮৭৮: কলকাতা বিশ্ববিদ্যালয় নারীশিক্ষা দানের ব্যবস্থা করে ও নারীদের এন্ট্রান্স পরীক্ষায় বসার সম্মতি প্রদান করে
১৮৮১: দাদাঠাকুর ওরফে শরচ্চন্দ্র পণ্ডিতের জন্ম
১৮৯৭: বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেনের জন্ম
১৯১২ : ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক জোহরা সেহগলের জন্ম
১৯৩৫: বাঙালি ভূতত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী প্রমথনাথ বসুর মৃত্যু  
১৯৩৬: ইংরেজি গণিতবিদ, জীববিজ্ঞানী ও দার্শনিক  কার্ল পিয়ারসনের মৃত্যু
১৯৬০: সাহিত্যিক রাজশেখর বসু ওরফে ‘পরশুরাম’-এর মৃত্যু
১৯৬২:  বাঙালি রাজনীতিবিদ এ. কে. ফজলুল হকের মৃত্যু
১৯৬৮: দাদাঠাকুর ওরফে শরচ্চন্দ্র পণ্ডিতের মৃত্যু
১৯৭২: অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে
১৯৮১: জেরক্স পার্ক বাজারে আনে কম্পিউটারের মাউস
১৯৮৯: বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়
১৯৯২: রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকে যোগ দেয়
১৯৯৩: ডাকারে যাওয়ার পথে লিবরেভিল্লেতে বিমান দুর্ঘটনায় মারা যান জাম্বিয়া জাতীয় ফুটবল দলের সমস্ত সদস্য
১৯৯৪: দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পান কৃষ্ণাঙ্গ নাগরিকরা
২০০৬: নিউ ইয়র্ক সিটিতে যেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল সেখানে ফ্রিডম টাওয়ার তৈরির কাজ শুরু হয়
২০০৯: ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফিরোজ খানের মৃত্যু
২০১৭: অভিনেতা বিনোদ খান্নার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৮ টাকা ৮৪.২২ টাকা
পাউন্ড ১০২.৫৬ টাকা ১০৫.৯৯ টাকা
ইউরো ৮৭.৯৩ টাকা ৯১.০৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪। তৃতীয়া ৭/৫০ দিবা ৮/১৯। জ্যেষ্ঠা নক্ষত্র ৫৮/১৩ রাত্রি ৪/২৮। সূর্যোদয় ৫/১০/৪৬, সূর্যাস্ত ৫/৫৭/৪৯। অমৃতযোগ দিবা ৯/২৭ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১২ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ১/২৭ মধ্যে পুনঃ ২/১২ গতে ৩/৪১ মধ্যে। বারবেলা ৬/৪৬ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৪/২৩ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২২ মধ্যে পুনঃ ৩/৪৫ গতে উদয়াবধি। 
১৪ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪। তৃতীয়া দিবা ৬/৪০। জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি ২/৫৩। সূর্যোদয় ৫/১১, সূর্যাস্ত ৫/৫৯। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/৫২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৪৭ মধ্যে ও ১/১১ গতে ২/৪৭ মধ্যে ও ৪/২৩ গতে ৫/৫৯ মধ্যে। কালরাত্রি ৭/২৩ মধ্যে ও ৩/৪৭ গতে ৫/১১ মধ্যে। 
১৭ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: রাজস্থান ৭ উইকেটে হারাল লখনউকে

11:20:50 PM

আইপিএল: ২৮ বলে হাফসেঞ্চুরি সঞ্জু স্যামসনের,রাজস্থান ১৭৮/৩(১৭.৩ ওভার), টার্গেট ১৯৭

11:01:00 PM

আইপিএল: রাজস্থান ১৪৪/৩ (১৫ ওভার), টার্গেট ১৯৭

10:59:18 PM

আইপিএল: ১৪ রানে আউট রিয়ান পরাগ,রাজস্থান ৭৮/৩(৮.৪ ওভার), টার্গেট ১৯৭

10:27:57 PM

আইপিএল: ২৪ রানে আউট জয়সওয়াল,রাজস্থান ৬০/২(৬.১ ওভার), টার্গেট ১৯৭

10:18:35 PM

আইপিএল: ৩৪ রানে আউট বাটলার,রাজস্থান ৬০/১ (৫.৫ ওভার), টার্গেট ১৯৭

10:11:30 PM