Bartaman Patrika
খেলা
 

আবার এনরিকের জোড়া গোলে নেরোকা বধ ইস্ট বেঙ্গলের

ইস্ট বেঙ্গল – ২ (এনরিকে ২) : নেরোকা এফসি – ১ (চেঞ্চো)
অভিজিৎ সরকার : এনরিকের হেডে দুটি অনবদ্য গোল। যার দৌলতে বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামে নেরোকাকে হারিয়ে আই লিগের খেতাবি লড়াইয়ে প্রবলভাবে থাকল ইস্ট বেঙ্গল। লাল-হলুদের এই বিদেশি স্ট্রাইকার আই লিগের প্রথম ম্যাচেও নেরোকার বিরুদ্ধে দুটি গোল করে দলকে জিতিয়ে ছিলেন। পাহাড়ি দলের বিরুদ্ধে আবার জ্বলে উঠলেন এনরিকে। যে ফুটবলার আই লিগের মাঝে চোট পেয়ে প্রায় পাদপ্রদীপের বাইরে চলে গিয়েছিলেন। ফিট হয়ে ফিরে এসে তিনি আবার স্বমহিমায়। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে ইস্ট বেঙ্গল লিগ টেবলে চার নম্বরেই অবস্থান করছে। তারপরেই রয়েছে নেরোকা (১৬ ম্যাচে ২৫ পয়েন্ট)। শীর্ষে থাকা রিয়াল কাশ্মীর (১৬ ম্যাচে ৩২ পয়েন্ট) ও চেন্নাই সিটির (১৪ ম্যাচে ৩০ পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আলেজান্দ্রোর দল। তিন নম্বরে থাকা চার্চিলের ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট।
শুক্রবার ভুবনেশ্বরে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে চেন্নাই সিটি এফসি। অ্যারোজ ইতিমধ্যেই পাঁচটি ম্যাচে জয় পেয়েছে। খেতাবি দৌড়ে চেন্নাইয়ের কাছে এই ম্যাচের গুরুত্ব অসীম। অ্যারোজ ১৬ পয়েন্ট পেয়ে লিগ টেবলে সপ্তম স্থানে রয়েছে।
ম্যাচের তিন মিনিটেই গোল। কাটসুমির কর্নার ধরতে ইস্ট বেঙ্গল গোলরক্ষক রক্ষিত দাগার গোললাইন ছেড়ে বেরিয়ে এসে ফ্লাইট মিস করেন। জনি, বোরহার মাথার উপর দিয়ে বল লালরিনডিকা রালতের পায়ে পড়লে তিনি ট্র্যাপিংয়ে ভুল করেন। রালতের পা থেকে ছিটকে আসা বল জটলার মধ্যে দিয়ে জালে জড়িয়ে দেন নেরোকার চেঞ্চো (১-০)। নতুন দলের জার্সি পরে মাঠে নেমেই গোল পেয়ে গেলেন ‘ভূটানি রোনাল্ডা’।
গতবারের চ্যাম্পিয়ন মিনার্ভার হয়ে প্রতিপক্ষ দলগুলিকে প্রায় কাঁদিয়ে দিয়েছিলেন চেঞ্চো। দারুণ সুযোগসন্ধানী এই স্ট্রাইকার বল তাড়া করে শেষপর্যন্ত বলের দিকে চোখ রাখেন। আইএসএলে বেঙ্গালুরু এফসি’তে সুযোগ না পাওয়া এই ফুটবলার নিজেকে প্রমাণ করার তাগিদে খেললেন এদিন। প্রথম আট মিনিটের মধ্যে তিনটি গোলের সুযোগ পেয়েছিল নেরোকা। ২ মিনিটে বাঁ-দিক থেকে একদা ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া সুভাষ সিংয়ের থ্রু ধরে চেনচোর শট পোস্টের উপর দিয়ে বাইরে যায়। ৮ মিনিটে সুভাষ সিং গতি বাড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের হাতে বল তুলে দেন! পরের মিনিটেই ইস্ট বেঙ্গলে প্রাক্তনী সুভাষের সেন্টার থেকে গোলমুখী বলে হেড করতে
পারেননি চেঞ্চো।
বৃহস্পতিবার ব্যাক ফোরের সামনে ডাবল ডিফেন্সিভ স্ক্রিন দিয়ে দল সাজিয়েছিলেন নেরোকা কোচ ম্যানুয়েল রেটামেরো। যাতে ডোভালে-কোলাডোরা অ্যাটাকিং থার্ডে ঠিকমতো পেনিট্রেট করতে না পারেন। বরং রিটার্ন বলের সদ্ব্যবহার করে বাঁ-প্রান্ত দিয়ে ফ্রি-জোন তৈরি করে বারবার বিপজ্জনক হলেন নেরোকার অভিজ্ঞ লেফট উইং হাফ সুভাষ সিং। তিনি বারবার কাজটা করলেন ইস্ট বেঙ্গলে রাইটব্যাক চুলোভাকে টপকে। যিনি ডার্বিতে সনি নর্ডিকে আটকে দিয়েছিলেন। নেরোকা এদিন কৌশলগতভাবে দ্রুত গোল করার পরই মিডল ও ডিফেন্সিভ থার্ডে ফুটবলার নামিয়ে আনে। একসময় দেখা গেল, ইস্ট বেঙ্গলের আক্রমণের সময় নেরোকা কোচ সাইড লাইন থেকে ধমক দিচ্ছেন চেঞ্চোকে। তিনি বলতে চাইলেন, চেঞ্চো প্রয়োজনে নীচে নেমে রক্ষণকে সাহায্য করুক। আদতে এটা তাদের কৌশলের বড় ভুল। ডিফেন্সিভ ফুটবল খেলে ইস্ট বেঙ্গলের জয় আটকাতে পারেনি তারা।
৯ মিনিটে ইস্ট বেঙ্গলের প্রথম পজিটিভ মুভ। নেরোকার গোলরক্ষক ও স্টপারের ধাক্কাধাক্কিতে বল পেয়ে যাওয়া জবি জাস্টিন গোলে রাখতে ব্যর্থ। ১৬ মিনিটে কোলাডোর মাইনাস থেকে টনি ডোভালে ওপেন নেট মিস করেন। আর ১৬ মিনিট পর চুলোভার পাস থেকে প্রতিপক্ষ বক্সে থাকা লালডানমাওইয়া রালতে বলে ঠিকমতো কানেক্ট করতে পারলে গোল হতে পারত। বিরতির পর ইস্ট বেঙ্গলের আক্রমণে ঝাঁঝ বাড়ে। অ্যাটাকে ফুটবলার বাড়ায় তারা। টনি ডোভালে তখন হাত ছুঁড়ে গ্যালারিতে থাকা সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করলেন। ৫৬ মিনিটে কর্নার থেকে বোরহার হেডে গোল অফসাইডের জন্য বাতিল হয়। আক্রমণে তীব্রতা আনতে ৫৮ ও ৫৯ মিনিটে পরপর দুটি পরিবর্তন করেন আলেজান্দ্রো। ৬৭ মিনিটে কোলাডোর নিখুঁত ক্রস থেকে অনেকটা লাফিয়ে পরিবর্ত স্ট্রাইকার এনরিকের নেওয়া হেড জালে জড়িয়ে যায় (১-১)। তারপরেও নেরোকা বক্সে ক্রমাগত চাপ সৃষ্টি করে যেতে থাকে ইস্ট বেঙ্গল। সামনে থেকে লাল-হলুদকে লিড করলেন এনরিকে। ৮৬ মিনিটে এনরিকের সেই হেডে গোল। এই গোলের রাস্তা তৈরি করে দেন এই মেক্সিকান বংশোদ্ভুত ফুটবলার। তাঁর পাস থেকে পরিবর্ত ব্র্যান্ডন হয়ে সামাদ আলি মল্লিক ভাসিয়ে দেন বক্সে। বক্সে ওঁত পেতে এনরিকের হেড জালে জড়িয়ে যায় (২-১)। ম্যাচের সেরা এনরিকের নামের পাশে এখন পাঁচ গোল। যদিও চোটের জন্য তিনি অনেক কম ম্যাচ খেলেছেন।
ইস্ট বেঙ্গল: রক্ষিত দাগার, চুলোভা, জনি অ্যাকোস্টা, বোরহা গোমেজ, কমলপ্রীত সিং (সামাদ ৬৩ মি:), কাসিম আইদারা, লালরিনডিকা রালতে, লালডানমাওইয়া রালতে (ব্র্যান্ডন ৫৯মি:), টনি ডোভালে (এনরিকে ৫৮ মি:), কোলাডো, জবি জাস্টিন।

08th  February, 2019
ওলিম্পিকসের জন্য বিনা-বেতনে ছুটি নিলেন রাহি

 নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি: টোকিও ওলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য ডেপুটি কালেক্টরের চাকরি থেকে আপাতত ছুটি নিলেন শ্যুটার রাহি স্বর্নবাত। তাও আবার বিনা-বেতনে! এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতের প্রথম মহিলা শ্যুটারটি জানিয়েছেন, ‘দীর্ঘ ১২ বছর ধরে আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছি। স্মরণীয় অনেক সাফল্য পেয়েছি।
বিশদ

09th  February, 2019
 এবার সানিয়াকে নিয়ে বায়োপিক

 হায়দরাবাদ, ৮ ফেব্রুয়ারি: বক্সার মেরি কম, ক্রিকেটার শচীন তেন্ডুলকর ও এমএস ধোনি, দৌড়বিদ মিলখা সিং, কুস্তিগীর ফোগাট বোনদের পর এবার চলচ্চিত্রে পর্দায় জায়গা করে নিচ্ছে সানিয়া মির্জার বায়োপিক। ভারতের একমাত্র গ্র্যান্ডস্ল্যামজয়ী মহিলা টেনিস তারকাটি নিজেই এ কথা জানিয়েছেন।
বিশদ

09th  February, 2019
তিন মাসের জন্য পিছিয়ে গেল সিএবি’র এজিএম

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোধা কমিটির প্রস্তাব কার্যকর না করার জন্য বিসিসিআইয়ের অনুদান থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত সিএবি। আর তার ফলে ক্রমশ আর্থিক সংকটের দিকে এগচ্ছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা। সূত্রের খবর, স্থায়ী আমানত ভাঙিয়ে সিএবি’র দৈনন্দিন কাজকর্ম, কর্মীদের মাইনে হচ্ছে।
বিশদ

09th  February, 2019
 ফের আই লিগ শীর্ষে চেন্নাই সিটি

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার ভুবনেশ্বরে আই লিগের ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজকে ২-০ গোলে হারিয়ে জয়ের চেনা রাস্তায় ফিরে এল চেন্নাই সিটি এফসি। তারা আগের ম্যাচে হেরেছিল রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে। ম্যাচের ৭১ মিনিটে চেন্নাইয়ের স্প্যানিশ মিডিও স্যান্ড্রো ফ্রি-কিক থেকে গোল করেন। ৯২ মিনিটে ব্যবধান বাড়ান পরিবর্ত এন বিজয়।
বিশদ

09th  February, 2019
সিরিজে ঘুরে দাঁড়াতে
মরিয়া ‘টিম ইন্ডিয়া’

 অকল্যান্ড, ৭ ফেব্রুয়ারি: সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে শুক্রবার ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচে ৮০ রানে হারার পর রহিত শর্মাদের মনোবলে জোর ধাক্কা লেগেছে। এই ম্যাচটা হারলে সিরিজ হাতছাড়া হবে ‘টিম ইন্ডিয়া’র। সব দিক থেকে শুক্রবারের লড়াই ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ।
বিশদ

08th  February, 2019
ইস্ট বেঙ্গলকে আই লিগ চ্যাম্পিয়ন করতে চান এনরিকে

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলের একাংশের মনে প্রশ্ন ছিল, পাঁজরের চোট সারিয়ে এনরিকে স্বমহিমায় মাঠে ফিরতে পারবেন? বিকল্প বিদেশি স্ট্রাইকার আনার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছিল লাল-হলুদে। ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রোই মেক্সিকান স্ট্রাইকারের উপর ভরসা রেখেছিলেন।
বিশদ

08th  February, 2019
মেসিদের মাঠে ড্র রিয়াল মাদ্রিদের

বার্সেলোনা, ৭ ফেব্রুয়ারি: গত অক্টোবরে মর্যাদার এল ক্লাসিকোয় ১-৫ গোলে চূর্ণ হওয়ার পরের দিনই রিয়াল মাদ্রিদ বরখাস্ত করেছিল কোচ জুলেন লোপেতেগুইকে। তাই বুধবার কোপা দেল রে’র সেমি-ফাইনালের প্রথম দফার আগে বেশ টেনশনে ছিলেন সান্তিয়াগো সোলারি।
বিশদ

08th  February, 2019
টানা দু’বার রনজি চ্যাম্পিয়ন বিদর্ভ

নাগপুর, ৭ ফেব্রুয়ারি: সৌরাষ্ট্রকে ৭৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার রনজি ট্রফিতে চ্যাম্পিয়ন হল বিদর্ভ। সেই সঙ্গে তারা প্রমাণ করল, গতবারের খেতাব জেতাটা মোটেও পড়ে পাওয়া চোদ্দ আনা ছিল না।
বিশদ

08th  February, 2019
এভার্টনকে হারিয়ে আপাতত শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি

 লন্ডন, ৭ ফেব্রুয়ারি: দুই অর্ধের সংযোজিত সময়ে গোল করে এভার্টনের চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করল ম্যাঞ্চেস্টার সিটি। এই জয়ের সুবাদে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট পেয়ে আপাতত লিগ তালিকার শীর্ষে তারা। একটি ম্যাচ কম খেলে লিভারপুলও সমসংখ্যক পয়েন্ট পেয়েছে।
বিশদ

08th  February, 2019
ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতের কোচ নিয়োগ এপ্রিল-মে’র আগেই

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় ফুটবল টিমের কোচের পদ এখন শূন্য। স্টিভন কনস্টানটাইনের জায়গায় কে কোচ হবেন? এআইএফএফের সহঃ সভাপতি সুব্রত দত্ত বলছেন, ‘কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। তারপর আবেদনের ভিত্তিতে ইন্টারভিউ ডাকা হবে। সেই ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্যতম কোচ বেছে নেওয়া হবে।’
বিশদ

08th  February, 2019
চোট সারিয়ে ফিরে সোনা চানুর

 নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: চোট সারিয়ে সার্কিটে ফিরে এসে ভারতের ওয়েটলিফটার সাইখম মীরাবাঈ চানু তাইল্যান্ডে অনুষ্ঠিত ইগাট কাপে সোনা জিতলেন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এই ওয়েটলিফটার পিঠের চোটের জন্য গতবছরের বেশিরভাগ সময় সার্কিটের বাইরে কাটিয়েছেন। ৪৮ কেজি ক্যাটাগরিতে ১৯২ কেজি লিফট করে সোনা জেতেন চানু।
বিশদ

08th  February, 2019
ভারত সফরে নেই স্টার্ক

 মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি: ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেলেন তারকা পেসার মিচেল স্টার্ক। তবে সুযোগ পাননি মিচেল মার্শ। ১৬ সদস্যের দলে ১১ জন ক্রিকেটার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলেছিলেন। উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে ২৪ ফেব্রুয়ারি।
বিশদ

08th  February, 2019
 সফল অস্ত্রোপচার স্মিথের

 সিডনি, ৭ ফেব্রুয়ারি: স্টিভ স্মিথের কুনইয়ের অস্ত্রোপচার সফল হয়েছে। ফলে তাঁর বিশ্বকাপে খেলা ঘিরে সংশয় অনেকটাই কেটে গিয়েছে। এখন বিশেষ সাপোর্টিং কিটে ঝোলানো রয়েছে স্মিথের হাত। ফেব্রুয়ারির শেষের দিকে হাতের ব্যান্ডেজ সরিয়ে ফেলা হবে। তখনই স্মিথের ফেরার বিষয়টি আরও পরিষ্কার বোঝা যাবে।
বিশদ

08th  February, 2019
 ছ’ধাপ নামল ভারতীয় দল

 নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ফলে ফিফা র‌্যাঙ্কিংয়ে ছ’ধাপ নামল ভারত। বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাঙ্কিং তালিকায় ভারতের স্থান ১০৩। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত প্রতিযোগিতার প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছিলেন সুনীল ছেত্রী-সন্দেশ ঝিংগানরা।
বিশদ

08th  February, 2019

Pages: 12345

একনজরে
 লখনউ, ১১ ফেব্রুয়ারি (পিটিআই): জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা ‘চৌকিদারে’র জন্যই উপেক্ষিত হচ্ছে। রাফাল ইস্যুতে সোমবার প্রধানমন্ত্রীকে এভাবেই নিশানা করলেন বসপা সুপ্রিমো মায়াবতী। এক সর্বভারতীয় দৈনিকের রিপোর্টে ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ...

 বিএনএ, বহরমপুর: এবার মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮২হাজার ২২৮জন। এরমধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। আজ, মঙ্গলবার থেকে পরীক্ষা নির্বিঘ্নে করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পুলিস ও প্রশাসন। ...

 বেজিং, ১১ ফেব্রুয়ারি (এএফপি): চীন এবং আমেরিকার বাণিজ্য বিরোধ না মিটলে বিশ্বজুড়ে অর্থনৈতিক ঝড় বয়ে যাবে বলে রবিবারই সতর্ক করেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)। এরপরেই চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করল আমেরিকা। ...

সংবাদদাতা, মালবাজার: তিস্তা নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলার ফলে বিপন্ন বন্যপ্রাণ। পরিবেশ প্রেমীদের দাবি, বন্যপ্রাণ রক্ষার স্বার্থে দ্রুত তিস্তা নদী থেকে বালি পাথর তোলা বন্ধ করতে হবে। যদিও প্রশাসন দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে। প্রসঙ্গত, ডুয়ার্সের তিস্তা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪৭: বিজ্ঞানী টমাস আলভা এডিসনের জন্ম
১৮৮২: ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম
১৯১৭: মার্কিন লেখক সিডনি শেলডনের জন্ম
১৯৮০: ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মৃত্যু
১৯৯০: দক্ষিণ আফ্রিকার জেল থেকে মুক্তি পেলেন নেলসন ম্যান্ডেলা 

11th  February, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৪ টাকা ৭২.১৪ টাকা
পাউন্ড ৯০.৫২ টাকা ৯৩.৭৮ টাকা
ইউরো ৭৯.২৫ টাকা ৮২.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৭৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,২৩৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ মাঘ ১৪২৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ২৪/১১, দিবা ৩/৫৫। ভরণী ৩৯/৫০ রাত্রি ১০/১১। সূ উ ৬/১৪/৩৬, অ ৫/২৭/১৮, অমৃতযোগ দিবা, ৮/২৯ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৭ মধ্যে পুনঃ ৩/১২ গতে ৪/৪২ মধ্যে। রাত্রি ৬/১৮ মধ্যে পুনঃ ৮/৫১ গতে ১১/২৫  মধ্যে পুনঃ ১/৫৮ গতে ৩/৪২  মধ্যে। বারবেলা ৭/৩৮ গতে ৯/২  মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৩৯, মধ্যে, কালরাত্রি ৭/৩ গতে ৮/৩৯ মধ্যে।
২৮ মাঘ ১৪২৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ১১/১৩/৪৭। ভরণীনক্ষত্র সন্ধ্যা ৫/৫৫/২৩, সূ উ ৬/১৬/১, অ ৫/২৫/৩৪, অমৃতযোগ দিবা ৮/২৯/৫৬ থেকে ১০/৪৩/৫০ মধ্যে ও ১২/৫৭/৪৫ থেকে ২/২৭/১ মধ্যে ও ৩/১১/৩৯ থেকে ৪/৪০/৫৬ মধ্যে এবং রাত্রি ৬/১৬/৫৬ মধ্যে ও ৮/৫১/১ থেকে ১১/২৫/৭ মধ্যে ও ১/৫৯/১২ থেকে ৩/৪১/৫৬ মধ্যে, বারবেলা ৭/৩৯/৪৩ থেকে ৯/৩/২৪ মধ্যে, কালবেলা ১/১৪/২৯ থেকে ২/৩৮/১১ মধ্যে, কালরাত্রি ৭/১/৫২ থেকে ৮/৩৮/১১ মধ্যে।
৬ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: ব্যবসায় উন্নতির যোগ। বৃষ: আর্থিক ক্ষেত্র শুভ। মিথুন: পাওনা অর্থ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
আন্তর্জাতিক ডারউইন দিবস১৮০৯: বিজ্ঞানী চার্লস ডারউইনের জন্ম১৮০৯: আব্রাহাম লিংকনের জন্ম১৮৭১: ...বিশদ

07:03:20 PM

চ্যানেল বাছাই: সময় বাড়ল ৩১ মার্চ পর্যন্ত
নতুন নিয়মে চ্যানেল বাছাইয়ের প্রক্রিয়া যাঁদের সম্পূর্ণ হয়নি, সেই দর্শকদের ...বিশদ

10:15:02 PM

পোখরানের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ প্রদানকারী মিগ-২৭ বিমান, অক্ষত পাইলট 

07:30:55 PM

নিউ টাউনে নাবালকের বিরুদ্ধে মাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
নাবালক ছেলের বিরুদ্ধে মাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। গতকাল ...বিশদ

04:49:00 PM

বিজেপি অগণতান্ত্রিক দল: মমতা 
এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির ...বিশদ

04:34:14 PM