ব্যবসার গতি ও বেচাকেনার সঙ্গে লাভও বাড়বে। মানসিক অস্থিরতা থাকবে। শত্রু সংখ্যা বাড়বে। ... বিশদ
ইজরায়েলের সঙ্গে এই যুদ্ধে আমেরিকাকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ইরান। এক্স হ্যান্ডলে রাইসির ডেপুটি চিফ অব স্টাফ মহম্মদ জামসিদি জানান, ‘নেতানিয়াহুর পাতা ফাঁদে আমেরিকা যেন পা না দেয়। এবিষয়ে তাদের সতর্ক করেছে ইরান। সুরক্ষার স্বার্থে এই লড়াই থেকে আমেরিকার দূরে থাকাই মঙ্গল।’ জামসিদির এই বার্তার জবাব দিয়েছেন মার্কিন বিদেশ দপ্তরের এক আধিকারিক। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান যেন সিরিয়ার এই ঘটনাকে আমেরিকার উপর হামলা চালানোর অজুহাত হিসেবে না দেখে।’
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সরাসরি ইজরায়েলে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে ইরান। মার্কিন আধিকারিকদের দাবি, লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে রাইসি সেনা।
প্রসঙ্গত, গাজার যুদ্ধকে কেন্দ্র করে বারবার ইজরায়েলের সঙ্গে বচসায় জড়িয়েছে ইরান। হামাস জঙ্গিগোষ্ঠীকে সমর্থন জানানোয় রাইসির দেশকে কাঠগড়ায় তুলেছেন ইজরায়েল।