বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
মাটিতে নামার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করে পুলিস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, এটাই তাঁর বেঁচে থাকার পথ বলে দাবি করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে গোলমাল করার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, খালি হাতে সবথেকে বেশি বহুতলে চড়ার বিশ্বরেকর্ড রয়েছে অ্যালেইনের। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী কোনও সাহায্য ছাড়া ১০০টিরও বেশি বহুতলে চড়েছেন তিনি। তবে প্রতিবারেই যে সাফল্য এসেছে তা নয়। গত বছর জুন মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ১২৩ তলা ‘লোটে ওয়ার্ল্ড টাওয়ার’ চড়া শুরু করেছিলেন তিনি। অর্ধেকের বেশি তলা ওঠার পর নিরাপত্তারক্ষীরা জোর করে তাঁকে নামিয়ে আনেন। খালি হাতে বহুতলে চড়তে গিয়ে অনেকবারই পড়ে গিয়েছেন তিনি। দুর্ঘটনার জেরে অ্যালেইন এখন প্রায় ৬৬ শতাংশ প্রতিবন্ধী। এর আগেও বহুবার গ্রেপ্তার হয়েছেন তিনি।