বিদ্যা ও কর্মে উন্নতির যুগ অর্থকরি দিকটি কমবেশি শুভ। মানসিক চঞ্চলতা ও অস্থিরতা থাকবে। স্বাস্থ্যের ... বিশদ
প্রতিদিনই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল উৎসবকে সম্পূর্ণ সফল করেছে। এই উৎসবের সহযোগী ছিলেন মধ্যমগ্রাম গঙ্গা পদ্মা নাট্যোৎসব কমিটি।
দ্বিতীয় পর্যায়ের উৎসবের শুরু আজ ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাতটায় একাডেমিতে। দলের পঞ্চম জন্মদিনের অনুষ্ঠানে পূর্ববঙ্গের জনপ্রিয় নাটক স্পার্টাকাস দিয়ে এই পর্যায়ের উৎসবের শুরু। প্রসঙ্গতঃ রোকেয়া ও মলয় পরিচালিত এই নাটক ভারত রঙ্গমহোৎসবে মনোনীত এবং বিপুল প্রসংশিত হয়েছে। ২১ জানুয়ারি গিরিশ মঞ্চে সন্ধ্যায় আন্তর্জাতিক থিয়েটার অলিম্পিকে পূর্ববঙ্গের সারা জাগানো নাটক সীতায়ন। এ নাটকের অভিনয় কেন্দ্রে থাকছেন রোকেয়া। ২২ এ মধুসূদন মঞ্চে রোকেয়া রায় নির্দেশিত পূর্বরঙ্গের নতুন নাটক পাঁচ অধ্যায়। উল্টোডাঙ্গা বিধান শিশু উদ্যানের বিধান মঞ্চে থাকছে সুরেশ দত্ত পরিচালিত ক্যালকাটা পাপেট থিয়েটারের পুতুল নাটক আলাদীন, মলয় রায় পরিচালিত নাট্য ভাবনার নতুন নাটক সোনার মানুষ, চতুর্থ সূত্রের নাটক সাইক্লোন এবং দেবশঙ্কর হালদার অভিনীত নাট্যজনের নাটক বিল্বমঙ্গল কাব্য।