আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
আইসিসি’র নিয়ম বলছে, প্রথমদিনে যেখানে খেলা শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় দিনে। অর্থাৎ রস টেলর (৬৭) ও টম লাথাম (৩) ৪৬.২ ওভার থেকে ব্যাট করবেন। নিউজিল্যান্ড যে টার্গেট খাড়া করবে ভারতের সামনে, সেটা তাড়া করতে হবে কোহলি বাহিনীকে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, বুধবারও যদি বৃষ্টিতে খেলা না হয়, তাহলে কী হবে? সেক্ষেত্রে লিগ পর্বে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ডের উপরে শেষ করায় ভারত ফাইনালে পৌঁছে যাবে। আর বৃষ্টির কারণে যদি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়োগ হয়, তাহলে ভারতের লড়াই কিছুটা হলেও কঠিন হবে। কারণ, কমপক্ষে ২০ ওভারের ম্যাচ হলে ভারতকে করতে হবে ১৪৮ রান। যদি ৪৬ ওভারের খেলা হয়, তাহলে ভারতের টার্গেট হবে ২৩৭। চল্লিশ ওভারের খেলায় কোহলিদের ২২৩ রান করে জিততে হবে। ৩৫ ওভারে টার্গেট আরও চাপ বাড়াবে ‘টিম ইন্ডিয়া’র উপর। কিউয়ি বোলারদের মোকাবিলা করে তখন রহিত শর্মাদের তুলতে হবে ২০৯ রান। ৩০ ওভারের খেলা হলে ভারতকে করতে হবে ১৯২ রান। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের রান রেটের তুলনায় ভারতের আস্কিং রেট অনেক বেশি। আর তাই অনেকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।
বৃষ্টির পূর্বাভাস ছিলই। তাই টসে জিতেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। মেঘাচ্ছন্ন আকাশ। কনকনে ঠান্ডা হাওয়া এবং নতুন পিচে ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহ রীতিমতো দাঁড় করিয়ে রাখেন নিউজিল্যান্ডের দুই প্রারম্ভিক ব্যাটসম্যানকে। গতির বিচ্ছুরণে বুমরাহই ভারতকে প্রথম সাফল্যটি এনে দেন। তাঁর দুরন্ত ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে গাপটিলের (১) অনবদ্য ক্যাচ ধরেন বিরাট কোহলি। প্রাথমিক ধাক্কা সামলে হেনরি নিকোলাস ও কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন যোগ করেন ৬৮ রান। তবে রান রেট কিছুতেই চারের উপরে তাঁরা নিয়ে যেতে পারেননি। নিকোলাসকে (২৮) অনবদ্য ডেলিভারিতে বোল্ড করেন জাদেজা। বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন উইলিয়ামসন। প্রত্যাশা মতোই তিনি শুরু করেছিলেন। কিন্তু উইকেটে সেট হওয়ার পরেও চাহালের বলে লুজ শট খেলে ৬৭ রানে আউট হন কিউয়ি অধিনায়ক। বড় রান করতে ব্যর্থ জেমস নিশাম (১২), গ্র্যান্ডহোম (১৬)। তবে রস টেলর (৬৭ অপরাজিত) চালিয়ে খেলে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা বজায় রাখেন।
নিউজিল্যান্ড: গাপটিল ক কোহলি বো বুমরাহ ১, হেনরি নিকোলাস বো জাদেজা ২৮, কেন উইলিয়ামস ক জাদেজা বো চাহাল ৬৭, রস টেলর অপরাজিত ৬৭, নিশাম ক কার্তিক বো হার্দিক ১২, গ্র্যান্ডহোম ক ধোনি বো ভুবনেশ্বর ১৬, লাথাম অপরাজিত ৩।
অতিরিক্ত ১৭। মোট (৪৬.১ ওভারে ৫ উইকেটে) ২১১।
উইকেট পতন: ১-১, ২-৬৯, ৩-১৩৪, ৪-১৬২, ৫-২০০।
বোলিং: ভুবনেশ্বর ৮.১-১-৩০-১, বুমরাহ ৮-১-২৫-১, হার্দিক ১০-০-৫৫-১, জাদেজা ১০-০-৩৪-১, চাহাল ১০-০-৬৩-১।
(স্কোর অসম্পূর্ণ)