আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকে যে আত্মবিশ্বাসের সঙ্গে বুমরাহ বল করেছেন, তা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদেরও। ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর, স্টিভ ওয়া, কেভিন পিটারসেন— সকলেই বুমরাহর উপস্থিত বুদ্ধি এবং গতিময় বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। বুমরাহদের কার্যকরী বোলিংয়ের জন্যই নিউজিল্যান্ডের রান তোলার গতি ছিল অত্যন্ত শ্লথ। ২৫ ওভারে প্রায় ১৫০টি ডট বল তাঁরা উপহার দিয়েছেন। সেমি-ফাইনালের আগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং কোচ গ্যারি স্টিড ভারতীয় বোলারদের মধ্যে আলাদা করে নাম করেছিলেন বুমরাহর। তাঁরা বলেছিলেন, বুমরাহর ওভারগুলি দেখে খেলতে হবে। ম্যাচের আগে বিপক্ষ শিবিরের এই আশঙ্কা যে অমূলক ছিল না, তা বোঝা গেল টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে নামার পর। তাঁকে সামলানোর কোনও পথ যেন খুঁজে পাচ্ছিলেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তিনি বল হাতে দৌড় শুরু করা মানেই যেন রীতিমতো ত্রাসের সঞ্চার হচ্ছিল কিউয়ি শিবিরে। দু’বছরের মধ্যে এভাবেও যে ফিরে আসা যায়, তা যেন বিশ্বকাপের এই মঞ্চে তাঁর সমালোচকদের বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বুমরাহ।