ইসলামাবাদ, ১০ ফেব্রুয়ারি (পিটিআই): দেশত্যাগ নিয়ন্ত্রণ তালিকা থেকে তাঁদের নাম প্রত্যাহার করার আর্জি জানিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে-জামাই। শনিবার সেই আর্জি খারিজ করে দিল পাকিস্তান সরকার। এই তালিকায় নাম থাকার কারণেই বিদেশে যেতে পারছেন না শরিফ ও তাঁর পরিবার। গত বছর অক্টোবর মাসেই এই তালিকা থেকে নাম প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়ে ছিলেন তাঁরা। তাঁদের যুক্তি ছিল, ‘এগজিট ফ্রম পাকিস্তান রুলস ২০১০’ আইন নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের উপর প্রযোজ্য নয়। কারণ, তাঁরা কোনও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে, সন্ত্রাসবাদ বা কোনও ষড়যন্ত্রে জড়িত নন। এই যুক্তি মানেনি পাক সরকার।
গত বছর অগাস্ট মাসে শরিফ পরিবারের নাম এই তালিকায় তোলার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকারের মন্ত্রিসভা। অন্যান্য দুর্নীতি মামলাগুলি থেকে রেহাই পেলেও আল-আজিজিয়া স্টিল মিলের ঘুষ মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।