বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
গত বৃহস্পতিবার রাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের বিমান ধরার জন্য অপেক্ষা করছিল এনকার্নাসিয়ন। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন, জেরায় এনকার্নাসিয়ন একজন সহ-ষড়যন্ত্রকারীর কথা বলেছে, যাকে সে এলইটি-তে যোগ দেওয়ার কথা বলে। এমনকী, সংগঠনে যোগ দিয়ে হত্যালীলা চালানো, মুণ্ডচ্ছেদ করার ইচ্ছেও প্রকাশ করেছিল এনকার্নাসিয়ন। এর আগে টেক্সাস থেকে ১৮ বছরের যুবক মিচেল কাইল সিউয়েলকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দারা। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এলইটি-তে সদস্য নিয়োগ ও তাদের পাকিস্তান পাঠানোর চার্জ এনেছে এফবিআই। তারপর আরেক তরুণের লস্করে যোগ দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় মার্কিন প্রশাসনে শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলা চালিয়েছিল পাকিস্তানের এই জঙ্গি সংগঠন।