বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ভারতীয়দের মধ্যে এই এইচ-১বি ভিসা খুবই জনপ্রিয়। কারণ এটি অ-অভিবাসী ভিসা, যার মাধ্যমে মার্কিন সংস্থাগুলি বিদেশ থেকে কর্মী নিয়োগ করে। নতুন নিয়মের ফলে নিশ্চিতভাবেই সমস্যায় পড়তে চলেছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে উচ্চশিক্ষা নেওয়া তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের ভারতীয় পেশাদাররা। কারণ মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-এর নয়া নির্দেশে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি থেকে উচ্চশিক্ষা নেওয়া ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হল। ইউএসসিআইএস-এর ডিরেক্টর ফ্রান্সিস সিসনার দাবি, এই সরল ও স্মার্ট পরিবর্তনগুলির ফলে মার্কিন নিয়োগকারীরা ইতিবাচক সুবিধা পাবেন। এমাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল, এইচ-১বি ভিসা ব্যবস্থায় বদল আনতে চান তিনি। যাতে এই ভিসার সুবিধা পাওয়া বিদেশি কর্মীদের আমেরিকায় ধরে রাখা যায় ও তাঁদের মার্কিন নাগরিকত্ব লাভের পথে গতি আনা যায়। এই নয়া পরিবর্তনগুলির ফলে নিয়োগকারীদের সামগ্রিক খরচ কমবে ও সরকারি দক্ষতা বাড়বে।