মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ
সকালে ঘুম ভেঙে ব্ল্যাক কফি নায়িকার পছন্দ। ‘সকালে এক কাপ ব্ল্যাক কফি আমার সারাদিনের এনার্জি। এরপর সারাদিন চা কফির আমার কোনও নেশা নেই। খুব ক্লান্ত লাগলে হয়তো একবার ব্ল্যাক কফি খাই’, বললেন ঐন্দ্রিলা। তবে এত নিয়মানুবর্তিতার মধ্যেও পছন্দের খাবার নাকি কোনওদিন ছাড়তে পারবেন না। কী সেটা? হাসতে হাসতে ঐন্দ্রিলার উত্তর, ‘হজমি, আনারদানা, আমপাচক। এজন্য যদি মোটাও হয়ে যাই তাতেও দুঃখ নেই। এত হজমি খাই বলেই ডায়েটে আরও বেশি সচেতন হতে হয়।’
আসলে ঐন্দ্রিলা ব্যালেন্সড ডায়েটেও বিশ্বাসী। ‘আমার মনে হয় কাউকে দেখে কখনও ডায়েট চার্ট তৈরি করা উচিত নয়। প্রত্যেকের শারীরিক গঠন ও চাহিদা আলাদা। তাই কর্মঠ মানুষদের নিজেদের শরীরের জন্য ব্যালেন্সড ডায়েট জরুরি। তবে যারা ওবেসিটিতে আক্রান্ত তাদের অবশ্যই পরামর্শ নিয়ে ডায়েট করা উচিত’, পরামর্শ নায়িকার।
মানসী নাথ