মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
গজলের প্রসার ঘটাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অলোক সেনের ‘সুরময়ী শ্যাম’ এবং অমৃতা চট্টোপাধ্যায়ের ‘তু নহি তোহ জিন্দেগি ম্যায়’ শ্রোতাদের মুগ্ধ করে। শিল্পীদের পরিচ্ছন্ন উচ্চারণ, আবেগমথিত গলা মনোরম পরিবেশের সৃষ্টি করে। একটির পর একটি রাগে পরিবেশিত হয় গজল।
এরপর শিল্পীরা আন্তরিকতার সঙ্গে নিবেদন করেন ‘ক্যায়সি চলি হ্যায় আব কি হাওয়া’,‘তেরে খুশবু মে বস হে খত ’,‘রসমে উলফত কো নিভায়ে’, ‘দিল ঢুণ্ডতা হ্যায় ফির ওহি’। অনুষ্ঠানের শেষে দ্বৈত কণ্ঠে শোনা যায় ‘ফির শাওয়ান রুট কি’ এবং ‘ইয়ে দৌলত ভি লে লো’। এক সুন্দর সন্ধ্যার সাক্ষী রইলেন শ্রোতারা।