মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
অপছন্দের শব্দ
অভিনয়ের ২৫ বছর পেরিয়ে এসে কী অনুভূতি হচ্ছে? হৃতিক বলেন, ‘২৫ বছর হয়ে গেল না? আসলে ‘মাইলস্টোন’ শব্দটা আমি পছন্দ করি না। ফলে ২৫ বছর পার করে ফেললাম, এটা বলতে চাই না।’
প্রশ্নের মুখোমুখি
এই ২৫ বছরে বহু সাক্ষাৎকার দিয়েছেন হৃতিক। নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অতীতের কথা মনে পড়তেই হেসে উঠে নায়ক বললেন, ‘আমার ব্যক্তিত্বকে সুন্দর করে তুলতে এবং অভিনেতা হিসেবে আমাকে আরও দায়িত্বশীল হতে সংবাদমাধ্যম আমাকে অনেক সাহায্য করেছে। ২৫ বছরে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এরমধ্যে কিছু প্রশ্ন আমাকে ভাবিয়েছে। কিছু প্রশ্নের উত্তর অত সহজে দিতে পারিনি। এভাবেই আমার বেড়ে ওঠা।’
লাজুক
নাচে, অভিনয়ে, অ্যাকশনে, রোমান্সে হৃতিক সকলকে আবিষ্ট করে রাখেন। কিন্তু পর্দার বাইরে তিনি কেমন? লাজুক হেসে সুপারস্টার বলেন, ‘২৫ বছর পার হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। আজও আমি আগের মতোই লাজুক।’
কঠোর পরিশ্রম
২৫ বছর ধরে নিজের স্টারডম ধরে রেখেছেন হৃতিক। সেটা কীভাবে সম্ভব হল? হৃতিকের উত্তর, ‘আসলে আমি ভবিষ্যতের কথা ভাবি না। আগামী পাঁচ, দশ বছরে কী হবে তা নিয়ে কোনও চিন্তা নেই। এখন কী হচ্ছে, আমি শুধু সেটাই দেখি। আর কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই।’
গ্রিক গড
বলিউডের সুদর্শন নায়কদের তালিকায় প্রথম সারিতে থাকে হৃতিকের নাম। তাঁকে বলা হয় ‘গ্রিক গড’। হৃতিক অবশ্য একটু অন্যভাবে ভাবেন। স্পষ্ট বললেন, ‘একজন অভিনেতা তাঁর অভিব্যক্তি, অভিনয়শৈলী দিয়ে দর্শককে আকৃষ্ট করতে পারেন। দর্শককে আকৃষ্ট করার জন্য দেখতে সুন্দর হওয়ার প্রয়োজন নেই। আমি ‘কোই মিল গ্যায়াও করেছি। আবার ‘ওয়ার’ও করেছি। দুটো ছবিতে আমার আলাদা লুক। আর দুটো ছবিই দর্শক পছন্দ করেছেন।’